ফর্মে ফিরলেন মুস্তাফিজ, হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সহজ জয়

চলতি আইপিএলে শুরুর দিকে দেখানো রূপে ফিরলেন মুস্তাফিজুর রহমান। আগের কয়েকটি ম্যাচে খরুচে বোলিং করেছিলেন এই বাঁহাতি পেসার। তবে আজ তার সঙ্গে অন্য বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স মিলিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
চলতি আইপিএলে রানের বন্যা বইয়ে দেওয়া হায়দরাবাদকে বেশ সহজেই হারিয়েছে চেন্নাই। চিদাম্বরম স্টেডিয়ামে প্যাট কামিন্সের দলকে ৭৮ রানের বড় ব্যবধানে হারের স্বাদ দিয়েছেন মুস্তাফিজরা। যেখানে বাংলাদেশী পেসার দুই উইকেট নিয়ে অবদান রেখেছেন।
এবারের আইপিএলে আট ম্যাচ খেলে ১৪ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। সমান সং্খ্যক উইকেট শিকার করেছেন জস্প্রিত বুমরাহও। তবে মুস্তাফিজ আর একটি মাত্র ম্যাচই খেলতে পারবেন বলে এবার পার্পল ক্যাপটা তার পাওয়া হচ্ছে না এটি মোটামুটি নিশ্চিত।
চেন্নাইয়ের দেওয়া ২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এবার আর উড়ন্ত সূচনা পায়নি হায়দরাবাদ। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকেছে দলটি। শেষ পর্যন্ত ১৩৪ রানেই অলআউট হয়েছে প্যাট কামিন্সের দল। দুই ওভার পাঁচ বল করে ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
তবে চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার তিনি নন। তুষার দেশপাণ্ডে কেড়ে নিয়েছেন আলো। ২৭ রান খরচায় চার উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। দুটি উইকেট নিয়েছেন পাথিরানাও।
এর আগে চেন্নাই ২১২ রান সংগ্রহ করে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ৫৪ বলে ৯৮ রানের ইনিংসে। আগের ম্যাচে সেঞ্চুরি করেও হারের মুখ দেখা রুতুরাজ নিজের ইনিংসে ১০টি চার ও তিনটি ছয় মেরেছেন। ড্যারিল মিচেলের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫২ রান।