নতুন ওষুধে মশা মরেছে আধাঘন্টায় ১৪ টি

ডেঙ্গু প্রতিরোধে মশা মারার নতুন ওষুধ পরীক্ষা করা হলো আজ। শুক্রবার (২ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের একটি কক্ষে এই পরীক্ষা করা হয়।
জার্মানিতে প্রস্তুতকৃত এই ওষুধের নাম একোয়া কে অথরিন। আন্তর্জাতিক ওষুধ কোম্পানি বায়ের করপোরেশনের ভারতীয় এজেন্টের কাছ থেকে এই ওষুধ কিনেছে বাংলাদেশ। এর মূল উপাদান ডেলটা মেট্রিন ২%।
এই পরীক্ষায় তিনটি স্বচ্ছ বাক্সে ৫০ টি করে মশা নেয়া হয়। বাক্স তিনটিতে ওষুধ স্প্রে করার আধাঘণ্টা পর পর্যবেক্ষণ করে দেখা গেল তিনটি বাক্সে যথাক্রমে ১৪ টি, ১৩ টি এবং ৯ টি মশা মরেছে। শতকরা হিসাবে যার পরিমাণ যথাক্রমে ২৬%, ২২% এবং ৯%।
তবে ওষুধের কার্যকারিতা সম্পূর্ণ বুঝতে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে জানান কোম্পানি প্রতিনিধি।
এই পরীক্ষার সময়ে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান মজুদ ও ক্রয় কর্মকর্তা মোঃ নুরুজ্জামান এবং রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর কর্মকর্তা নূর-ই-জাহান শশী।
এদিকে আজ শুক্রবার (২ আগস্ট) সকাল দশটায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম।
তিনি বলেন, আমরা নিশ্চয়ই এডিস মশামুক্ত ঢাকা গড়তে পারি, দরকার শুধু সচেতনতা আর সামাজিক আন্দোলন। নিজ নিজ বাসা-বাড়ি, অফিস-আদালত, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে কোথাও ৩ দিনের বেশি পানি জমতে দেয়া যাবে না।
এডিস মশা নির্মূলে প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে আগামী সোমবার থেকে ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করবে। এ কর্মযজ্ঞে প্রচুর স্বেচ্ছাসেবী দরকার হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের ৬০০ যুব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কাজ করবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) মশা নিধনের ওষুধের নমুনা বিশেষ বিমানে সেদিনই দেশে আসবে বলে হাইকোর্টকে জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আইনজীবীরা।
বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এমন তথ্য জানিয়েছেন আইনজীবীরা।
আদালতকে তারা বলেন, ওই নমুনা ওষুধের কার্যকারিতার ওপর মহাখালীর একটি ল্যাবরেটরিতে প্রাথমিক পরীক্ষা চালানো হবে।
এর আগে এডিস মশা মারতে বিদেশ থেকে নতুন ওষুধ আনতে কত সময় লাগবে তা বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেছিল হাইকোর্ট।