দ্রুতই স্টারলিংক-এর পরীক্ষামূলক কার্যক্রম বাংলাদেশে শুরু হবে: পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক পরিষেবা নিয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে পারে।
বুধবার (২৬ জুলাই) স্পেসএক্স এর গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধাওরেস এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি বলেন, ভৌগলিকভাবে বিচ্ছিন্ন বা দুর্যোগ কবলিত জনগোষ্ঠিকে নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখতে আশা করছি দ্রুতই স্টারলিংক-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
বিকেলে আইসিটি টাওয়ারের আইডিইএ সভা কক্ষে স্পেসএক্স প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় টাওয়ারের ছাদে স্টারলিংকের অ্যান্টেনা স্থাপন করে ১৫০ এমবিপিএস ইন্টারনেট গতি পেয়েছেন প্রতিমন্ত্রী। এসময় টেসলা প্রধান ইলন মাস্ককে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছেন পলক।
এদিকে সকালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কোম্পনির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এর সঙ্গে বৈঠকে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারেনেট সেবা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধি দলটি।
ওই সময় স্টারলিংকের সেবা ডেমোনেস্ট্রেশন করলে ৫০০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড গতি ওঠে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। একইসঙ্গে স্টারলিংকের সেবা পরীক্ষায় ৫টি টার্মিনাল নিজেদের কাছে রেখেছে।