গ্রুপ পর্বের শেষ ম্যাচেও পাওয়া যাবে না নেইমারকে!

প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেই চোট পেয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। গোড়ালিতে চোট লাগায় সুইজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও কোচ তিতে আশাবাদী ছিলেন, চোট সারিয়ে মাঠে নামতে পারবেন নেইমার, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এমন কী গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধেও নেইমার খেলতে পারবেন না বলে জানা গেছে।
২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ইতোমধ্যেই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়া লাতিন আমেরিকার দল। ক্যামেরুনের সঙ্গে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচের তেমন গুরুত্ব নেই ব্রাজিলের কাছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই ১-০ গোলে জেতে ব্রাজিল।
গ্রুপের শেষ ম্যাচের আগে রদ্রিগো জানালেন, নেইমারের জ্বর। তাই খেলবেন না ক্যামেরুনের বিরুদ্ধেও।
এছাড়া, চোট পেয়েছেন দানিলোও। তিনি চোট পান সার্বিয়া ম্যাচে। চোট পেয়েছেন অ্যালেক্স সান্দ্রো। সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় চোট পান তিনি। রদ্রিগো বলেন, "ক্যামেরুনের বিরুদ্ধে নেইমার, দানিলো এবং সান্দ্রোর মধ্যে কাউকেই পাওয়া যাবে না।"
শেষ ম্যাচে হেরলেও প্রি-কোয়ার্টারে উঠবে ব্রাজিল। তবে সেটি হলে গ্রুপের দ্বিতীয় হয়ে যেতে পারে তারা। সেটা চাইবেন না রদ্রিগোরা।
নেইমারের জ্বরের কথা আগেই জানিয়েছিলেন সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। তিনি বলেছিলেন, "নেইমারের জ্বর হয়েছে। ও হোটেলেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।"
সার্বিয়ার বিরুদ্ধে খেলা চলাকালীন ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। ৮০ মিনিটের মাথায় তাকে তুলে নিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। পরে জানা গেল, পায়ে গুরুতর আঘাত পেয়েছেন নেইমার। ছবিতেও দেখা যায়, গোড়ালি ফুলে গেছে তার। ইনজুরি সারিয়ে ফেরার অনেক চেষ্টা করছেন নেইমার। প্রায় সারাদিনই দলের ফিজিয়োর সঙ্গে কাটাচ্ছেন তিনি।
- সূত্র: এনডিটিভি স্পোর্টস