সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র: যুবরাজ সালমানের সফরের আগে ট্রাম্প
সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্র এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বিবিসির
ট্রাম্প বলেন,'আমরা তা করব। আমরা এফ-৩৫ জেট বিক্রি করব। তারা খুব ভালো মিত্র।'
সৌদি সরকারের কট্টর সমালোচক সাংবাদিক খাসোগিকে সাত বছর আগে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। এরপর মোহাম্মদ বিন সালমানের এটাই প্রথম হোয়াইট হাউস সফর। এ বৈঠকে প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক শক্তি খাতে চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। তবে তিনি এ হত্যাকাণ্ডে তার কোনো ধরনের সম্পৃক্ততা বা ভূমিকার কথা অস্বীকার করেছেন।
মোহাম্মদ বিন সালমান সর্বশেষ ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ওই বছরই জামাল খাসোগি নিহত হন।
গত মে মাসে রিয়াদে মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্পের সাক্ষাৎ হযেছিল। ওই সময় সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্র প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত হয়। উল্লেখ্য, সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা।
বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত এফ-৩৫ সৌদি আরবের কাছে বিক্রি নিয়ে কয়েকজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা উদ্বেগ জানিয়েছেন। তারা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, এতে সৌদি আরব স্টেলথ প্রযুক্তি পেয়ে যেতে পারে। আর এটি সৌদি আরব চীনের সঙ্গে নিরাপত্তা অংশীদারত্বের আওতায় বিষয়টি নিয়ে আলোচনাও করতে পারে।
বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্মকর্তারাও উদ্বিগ্ন। তারা যুক্তরাষ্ট্র ও স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই চুক্তি ইসরায়েলের সামরিক সক্ষমতার অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং অঞ্চলটির একমাত্র রাষ্ট্র যার কাছে এফ-৩৫ আছে।
একটি এফ-৩৫এ জেটের গড় মূল্য ৮২.৫ মিলিয়ন ডলার বলে জানিয়েছে প্রধান নির্মাতা লকহিড মার্টিন।
বৈঠকে ট্রাম্প সৌদি আরবকে তার উদ্যোগে গঠিত আব্রাহাম অ্যাকর্ডস-এ যোগ দিতে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দেবেন বলেও আশা করা হচ্ছে।
সৌদি আরব বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্রের পথে অগ্রগতি নিশ্চিত করা ছাড়া তারা এমন পদক্ষেপ নেবে না—যা বর্তমান ইসরায়েলি সরকার প্রত্যাখ্যান করে।
