নারকেল নেমেছে যুদ্ধে: প্রাণ বাঁচায়, জীবন পোড়ায়

নারকেলকে আমরা ভাবি এক লাজুক ফল—ঝুপড়ি ঘরের আঙিনায় দুলছে, ছায়া দিচ্ছে, পানি দিচ্ছে। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, এই ফলই যুদ্ধক্ষেত্রে কখনো রক্ষক, কখনো আক্রমণকারী, কখনো বিদ্রোহীর পতাকা...।