মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫৩
রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে মাদক ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৯টি চাপাতি, ১০টি ছুরি এবং ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামি ছাড়াও নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন।
