রহস্যজনক আর্কাইভ ডট আইএস, কে পরিচালনা করে জানতে চায় এফবিআই
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এখন খুঁজে বের করার চেষ্টা করছে আর্কাইভ ডট আইএস (Archive.is) বা আর্কাইভ ডট টুডে (Archive.today) ওয়েবসাইটটির প্রকৃত পরিচালকের পরিচয়। সাইটটি ওয়েবপেজের স্ন্যাপশট সংরক্ষণ করে এবং প্রায়ই সংবাদপত্রের পেওয়াল এড়িয়ে খবর পড়তে ব্যবহৃত হয়।
এফবিআই সম্প্রতি সাইটটির ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি টুকাউস-কে একটি সমন পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে তারা যেন আর্কাইভ ডট টুডে–এর পেছনে থাকা গ্রাহক বা পরিচালকের তথ্য সরবরাহ করে। নথিতে উল্লেখ করা হয়েছে, এটি এফবিআই পরিচালিত একটি ফেডারেল অপরাধ তদন্তের অংশ।
এই সমন গোপন থাকার কথা থাকলেও, আর্কাইভ ডট টুডে'র 'এক্স' অ্যাকাউন্ট ৩০ অক্টোবর সেই নথিটি প্রকাশ করে। পোস্টটিতে সমনের পিডিএফের লিংক দেওয়া হয়। পোস্টে শুধু একটি শব্দ "ক্যানারি" লেখা ছিল।
নথিতে টুকাউসকে সতর্ক করে বলা হয়েছে, "আপনারা যদি এই সমন মানতে অস্বীকার করেন, তাহলে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ফেডারেল কোর্টের সহায়তা নেবেন, এবং আদেশের অমান্য করাকে আদালত অবমাননা হিসেবে গণ্য করা হবে।" ওই সমনে ২৯ নভেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।
কানাডার টরেন্টোতে টুকাউসের সদর দফতর হলেও— তারা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতেও নিবন্ধিত। কোম্পানির নীতিমালা অনুযায়ী যুক্তরাষ্ট্রের আদালতের দেওয়া দেওয়ানি সমন ও অপরাধমূলক পরোয়ানার ক্ষেত্রে তারা রেজিস্ট্রান্টের তথ্য সরবরাহ করে।
এক বিবৃতিতে টুকাউস জানায়, "ইন্টারনেটে মুক্ত মত প্রকাশের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে টুকাউস। তবে বৈধ আইনি প্রক্রিয়া মেনে চলা প্রতিটি প্রতিষ্ঠানের মতো আমরাও তা মেনে চলি।" প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা কোনো চলমান তদন্ত নিয়ে মন্তব্য করতে পারবে না।
এবিষয়ে আরও জানতে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে মার্কিন সংবাদমাধ্যম এআরএস টেকনিকা। এফবিআই জানায়, গভর্মেন্ট শাটডাউনের কারণে বর্তমানে গণমাধ্যমের বেশিরভাগ প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে না। এফবিআইয়ের সমনের বিষয়টি প্রথম প্রকাশ করে জার্মান সংবাদমাধ্যম হেইসে অনলাইন।
এফবিআইয়ের অনুসন্ধানের কেন্দ্রবিন্দু
যদিও তদন্তের সুনির্দিষ্ট কারণ নথিতে উল্লেখ নেই, ধারণা করা হচ্ছে নিউজ সাইটগুলোর কপিরাইট লঙ্ঘনের বিষয়টি তদন্তের অন্তর্ভুক্ত থাকতে পারে। সমনে চাওয়া হয়েছে আর্কাইভ ডট টুডে'র গ্রাহকের নাম, ঠিকানা, সেবার মেয়াদ, ফোন ও টেক্সটের রেকর্ড, পেমেন্ট তথ্য, ইন্টারনেট সেশন লগ, মোবাইল ডিভাইস আইডি, আইপি ঠিকানা এবং ব্যবহৃত সেবার ধরন সম্পর্কিত বিস্তারিত তথ্য।
ইন্টারনেট আর্কাইভ একটি অ-লাভজনক প্রতিষ্ঠান হলেও আর্কাইভ ডট টুডে'র পরিচালকদের পরিচয় এখনো রহস্যে ঢাকা। সাইটটি আর্কাইভ ডট পিএইচ, আর্কাইভ ডট আইএস ইত্যাদি ডোমেইনে চলে, এবং নিবন্ধনকারীর নাম "ডেনিস পেট্রভ"—যা অনেকের মতে একটি ছদ্মনাম।
২০১২ সালে চালু হওয়া সাইটটির একটি পুরোনো বিবরণ অনুযায়ী, এটি ইউরোপের ডেটা সেন্টার ব্যবহার করে এবং ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয়। সাইটটি দানের অর্থ গ্রহণ করে এবং বিভিন্ন ইঙ্গিতে বোঝা যায় এর প্রতিষ্ঠাতা রাশিয়ার নাগরিক হতে পারেন।
ইন্টারনেট আর্কাইভের মতো স্বয়ংক্রিয় ওয়েব ক্রলার ব্যবহার না করে, আর্কাইভ ডট টুডে ব্যবহারকারীদের কাছ থেকে ইউআরএল সংগ্রহ করে কনটেন্ট সংরক্ষণ করে। অনেক সংবাদমাধ্যমের পেওয়ালযুক্ত খবরও সেখানে পূর্ণাঙ্গভাবে দেখা যায়, যা কপিরাইট ও আয়ের দিক থেকে সংবাদ প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্বেগের কারণ।
আর্কাইভ ডট টুডে'র সাইটে কপিরাইট মালিকদের জন্য কনটেন্ট অপসারণের কোনো স্পষ্ট নীতিমালা নেই, যেখানে ইন্টারনেট আর্কাইভ কপিরাইট লঙ্ঘনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট পেজ সরিয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের সংবাদ প্রকাশক ও ওয়েবসার্ভিস প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এমন ওয়েবসাইটের বিরুদ্ধে লড়ছে, যারা পেওয়াল বাইপাস করতে দেয়। চলতি বছরের জুলাইয়ে নিউজ/মিডিয়া অ্যালায়েন্স দাবি করে, তারা পেওয়াল-বাইপাস ওয়েবসাইট 12ft.io বন্ধ করতে সক্ষম হয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, "আমাদের পদক্ষেপের পর ওয়েবহোস্ট সোমবার (১৪ জুলাই) 12ft.io সাইটটি লক করে দেয়।"
