‘কলেজপড়ুয়া ছাত্রের বয়সী’ সন্দেহভাজন চার্লি কার্কের হত্যাকারী, তথ্য দিলে ১ লাখ ডলার পুরস্কার: এফবিআই

গুলিতে নিহত মার্কিন যুক্তরাষ্ট্রের ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের সাথে জড়িত বন্দুকধারীকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তার জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
ওই বন্দুকধারীর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবি প্রকাশ করেছে এফবিআই। ছবিতে তাকে 'পার্সন অব ইন্টারেস্ট' (সন্দেহভাজন ব্যক্তি) হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি রোগা, তরুণ, কালো চুলের এবং তাকে বেসবল ক্যাপ ও কালো টি-শার্ট পরা অবস্থায় দেখা গেছে। তদন্তকারীরা বলছেন, তার বয়স কলেজপড়ুয়া ছাত্রদের মতো মনে হচ্ছে।
৩১ বছর বয়সী চার্লি কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে (১৮২০ জিএমটি) উটাহর ওরেম শহরের উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে মাঠে খোলা আকাশের নিচে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন কার্ক। এ সময় গুলির শব্দ শোনা যায়। মুহূর্তেই কার্ক হাত দিয়ে তার ঘাড় চেপে ধরে চেয়ারের ওপর থেকে পড়ে যান। এতে উপস্থিত দর্শকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
আরেকটি ভিডিওতে গুলির পরপরই কার্কের ঘাড় থেকে রক্ত পড়তে দেখা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী সম্ভবত দূর থেকে একটি ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছে। ওই অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেফ লং জানিয়েছেন, নিরাপত্তায় ছয়জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন এবং তিনি কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দলের প্রধানের সঙ্গেও সমন্বয় করেছিলেন।
চার্লি কার্কের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
এফবিআইয়ের বিশেষ এজেন্ট রবার্ট বোলস জানান, ঘটনাস্থলের কাছের জঙ্গলে একটি তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় সন্দেহজনক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটি একটি আমদানি করা মাউজার .৩০-০৬ বোল্ট অ্যাকশন রাইফেল। সেখানে একটি হাতের ছাপ ও জুতার ছাপও পাওয়া গেছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, শহরের মানুষের জন্য কোনো ঝুঁকি নেই বলে তারা মনে করছেন।
উটাহ জননিরাপত্তা বিভাগের কমিশনার বো মেসন জানান, হামলাকারী সম্ভবত কলেজ পড়ুয়াদের বয়সী একজন যুবক। তিনি সহজেই ক্যাম্পাসের পরিবেশে মিশে গিয়েছেন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ৫২ মিনিটে হামলাকারী ক্যাম্পাসে প্রবেশ করেন। প্রায় আধঘণ্টা পর দুপুর ১২টা ২০ মিনিটে তিনি একটি গুলিতেই কার্ককে হত্যা করেন।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলাকারী সিঁড়ি বেয়ে ছাদে উঠে নির্দিষ্ট স্থানে পৌঁছান। গুলি ছোড়ার পর তিনি ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
এই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে উটাহ গভর্নর স্পেন্সার কক্স একে 'রাজনৈতিক হত্যাকাণ্ড' হিসেবে বর্ণনা করেছেন।