নিউইয়র্কের মেয়র নির্বাচনের আগেরদিন কুওমোর প্রতি সমর্থন জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে অ্যান্ড্রু কুওমোকে সমর্থন দিয়েছেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন বামপন্থী প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করা হয়। খবর বিবিসি'র।
সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, 'আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার কাছে আসলেই কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করতে হবে তিনি অসাধারণ কাজ করবেন।' তিনি আরও বলেন, 'তিনি [কুওমো] এটা করতে সক্ষম, মামদানি নয়!'
নিউইয়র্কের সাবেক গভর্নর কুওমোর প্রতি ট্রাম্পের এই সমর্থন এলো বহুল প্রতীক্ষিত মেয়র নির্বাচনের ঠিক আগের দিন। রোববার ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে তিনি তার নিজ শহর নিউইয়র্কে ফেডারেল তহবিল পাঠাতে দ্বিধা বোধ করবেন। তিনি বলেন, 'প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য নিউইয়র্কে অনেক টাকা দেওয়া কঠিন হবে, কারণ যদি একজন কমিউনিস্ট নিউইয়র্ক চালায়, তাহলে আপনি সেখানে টাকা পাঠিয়ে শুধু অপচয়ই করবেন।'
জনমত জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি এগিয়ে আছেন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এই দৌড়ে পিছিয়ে আছেন।
রিপাবলিকান হওয়া সত্ত্বেও ট্রাম্প তার পোস্টে স্লিওয়াকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, 'কার্টিস স্লিওয়াকে একটি ভোট দেওয়া... মামদানির জন্য একটি ভোট।'
ফেডারেল তহবিল সম্পর্কে প্রেসিডেন্ট আরও যোগ করেন, মামদানি নির্বাচিত হলে 'খুব সামান্য প্রয়োজনীয় অংশ ছাড়া আমার ফেডারেল তহবিল দেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম'।
ট্রাম্প প্রশাসন বারবার ডেমোক্র্যাট-শাসিত এলাকার প্রকল্পগুলোর জন্য ফেডারেল অনুদান এবং তহবিল কমানোর চেষ্টা করেছে। নিউইয়র্ক সিটি এই অর্থবছরে ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছে।
রোববার সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেয়র মামদানি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির সাবেক বামপন্থী মেয়র বিল ডি ব্লাসিওকে 'অনেক ভালো মনে হবে'। তিনি আরও বলেন, 'আমি দেখেছি ডি ব্লাসিও কতটা খারাপ মেয়র ছিলেন এবং এই লোকটি ডি ব্লাসিওর চেয়েও অনেক বেশি খারাপ কাজ করবে।'
ট্রাম্প নিউইয়র্কের কুইন্স বরোতে বড় হয়েছেন এবং এখনও এই শহরে তার সম্পত্তি রয়েছে।
তিনি সিবিএসকে বলেন, 'আমি কুওমোর কোনো ভক্ত নই, কিন্তু যদি একজন খারাপ ডেমোক্র্যাট এবং একজন কমিউনিস্টের মধ্যে একজনকে বেছে নিতে হয়, সত্যি বলতে, আমি সবসময় খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।'
বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রের নিয়ন্ত্রক হতে চলা মামদানি একজন স্ব-ঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রের অনুসারী। যদিও তিনি কমিউনিস্ট হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি মজা করে বলেন, তিনি 'অনেকটা স্ক্যান্ডিনেভিয়ান রাজনীতিবিদের মতো', শুধু গায়ের রং একটু বাদামী।
৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্কের সাবেক গভর্নর কুওমোকে ট্রাম্পের 'পুতুল ও তোতাপাখি' বলে অভিহিত করেছেন।
সোমবার মামদানি বলেন, 'ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির জবাব সিটি হলে তার প্রতিচ্ছবি তৈরি করা নয়।' তিনি আরও বলেন, 'এর জবাব হলো এমন একটি বিকল্প তৈরি করা, যা নিউইয়র্কবাসীরা তাদের নিজেদের শহরে দেখতে চায় এবং যা তারা নিজেদের ও প্রতিবেশীদের মধ্যে প্রতিদিন খুঁজে পায়— এমন একটি শহর, যা এখানে বসবাসকারী প্রত্যেকের মর্যাদায় বিশ্বাস করে।'
কুওমো নিজেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোকাবিলা করার জন্য যথেষ্ট অভিজ্ঞ একমাত্র প্রার্থী হিসেবে উপস্থাপন করে এই ধরনের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছেন।
কোভিড–১৯ মহামারির সময় তিনি নিউইয়র্কের গভর্নর ছিলেন। তখন অনেক রাজ্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল। যদিও মহামারি চলাকালীন নার্সিং হোমের মৃত্যুসংখ্যা উল্লেখযোগ্যভাবে কম দেখানোর অভিযোগে রাজ্য তদন্তকারীদের অনুসন্ধানের পর কুওমো নিজেও সমালোচিত হন।
এক বিতর্কে কুওমো বলেন, 'আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করেছি। যখন আমি নিউইয়র্কের জন্য লড়ব, আমি থামব না।'
ট্রাম্প অপরাধ দমনের অংশ হিসেবে ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেছেন এবং একই সাথে যেসব এলাকা ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা সীমিত করেছে, তাদের তহবিল বন্ধ করার চেষ্টা করেছেন।
