যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে: হেগসেথ
 
যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে ১০ বছর মেয়াদি একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এই তথ্য জানিয়েছেন।
হেগসেথ এক্স-এ লিখেছেন, এই কাঠামো আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ সক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগাভাগি এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে'
ভারতের প্রতিরক্ষা সচিব রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 
             
 
 
 
 
