পুতিনের উড়োজাহাজের জন্য আকাশপথ উন্মুক্ত করে দিতে প্রস্তুত বুলগেরিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উড়োজাহাজ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যাওয়ার পথে বুলগেরিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারবে। বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে, তারা এ অনুমতি দিতে প্রস্তুত।
বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জর্জ জর্জিয়েভ জানান।
তিনি রেডিও বুলগেরিয়াকে লুক্সেমবার্গ থেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'শান্তির জন্য যখন পদক্ষেপ নেওয়া হয়, তখন এমন বৈঠক বাস্তবায়নে সব পক্ষের সহযোগিতা করাই স্বাভাবিক।'
তিনি আরও বলেন, 'আর অংশগ্রহণকারীদের একজন যদি সেখানে পৌঁছতেই না পারেন, তাহলে বৈঠকটা কীভাবে সম্ভব হবে?'
১৬ অক্টোবর পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর ট্রাম্প বলেন, তারা খুব শীঘ্রই বুদাপেস্টে সাক্ষাৎ করার ব্যাপারে সম্মত হয়েছেন। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও নিশ্চিত করেছেন যে মস্কো ও ওয়াশিংটন দুই দেশের নেতাদের এই নতুন বৈঠকের প্রস্তুতি শুরু করবে, যা 'কোনো বিলম্ব ছাড়াই' হাঙ্গেরির রাজধানীতে হতে পারে। তার মতে, এটি 'বাস্তবিকই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত'।
উশাকভ আরও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপের পর খুব শীঘ্রই বৈঠকের প্রস্তুতি শুরু হবে।
