'ফ্রি প্যালেস্টাইন'; 'গণহত্যা সমর্থনকারীর সঙ্গে কাজ করতে পারবো না': এমির রেড কার্পেটে হাভিয়ের বারদেম

অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম ফিলিস্তিনের সমর্থনে কেফায়াহ স্কার্ফ পরে ২০২৫ সালের এমি অ্যাওয়ার্ডসের 'রেড কার্পেট'-এ (লাল গালিচায) হাজির হন এবং 'ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন'-এর পাশে থাকার ঘোষণা দেন।
ভ্যারাইটির সাংবাদিক মার্ক মালকিনকে বারদেম বলেন, তিনি এমন কারও সঙ্গে কাজ করতে পারবেন না, 'যিনি গণহত্যাকে সমর্থন করেন বা ন্যায্যতা দেন।'
লাল গালিচায় দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে বলেন, 'আমি আজ এখানে গাজায় চলমান গণহত্যার নিন্দা জানাতে এসেছি। আমি আন্তর্জাতিক গণহত্যা গবেষক সমিতির (আইএজিএস) কথা বলছি। যারা গভীরভাবে বিষয়টি গবেষণা করেছেন এবং একে গণহত্যা হিসেবে ঘোষণা করেছেন।'
বারদেম আরও বলেন, 'সেই কারণেই আমরা বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ চাই, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাই—যাতে এই গণহত্যা বন্ধ হয়। ফ্রি প্যালেস্টাইন।'
এমির আগের সপ্তাহে ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের উদ্যোগে এক খোলা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন ৩ হাজার ৯০০ জন চলচ্চিত্রকর্মী। এতে বলা হয়, তারা ইসরায়েলি প্রতিষ্ঠান ও চলচ্চিত্র কোম্পানির সঙ্গে কাজ করবেন না, যেগুলোকে 'ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও বর্ণবাদের সঙ্গে সম্পৃক্ত' মনে করা হচ্ছে।
অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়, এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততার উদাহরণ হলো—'গণহত্যা ও বর্ণবাদকে সাফাই দেওয়া বা ন্যায্যতা প্রমাণের চেষ্টা করা এবং সেই সরকারকে সহযোগিতা করা, যারা এই অপরাধ করছে।'
শুক্রবার প্যারামাউন্ট এ বিষয়ে একটি বিবৃতি দিয়ে (চিঠির মাধ্যমে পাঠানো) ইসরায়েলি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিরুদ্ধে বয়কটের নিন্দা জানায়।
বিবৃতিতে প্যারামাউন্ট জানায়, 'আমরা বিশ্বাস করি গল্প বলার শক্তি মানুষের মধ্যে যোগসূত্র তৈরি করে, অনুপ্রেরণা জাগায়, পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং আমাদের যৌথ বিশ্বের ঘটনাগুলোকে সংরক্ষণ করে। এটাই আমাদের সৃজনশীল মিশন।'
তারা আরও বলে, 'আমরা ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতাদের বয়কটের সাম্প্রতিক প্রচেষ্টার সঙ্গে একমত নই। কোনো শিল্পীকে তার জাতীয়তার কারণে নীরব করানো শান্তি প্রতিষ্ঠা বা বোঝাপড়া বাড়ায় না। বিশ্ব বিনোদনশিল্পের উচিত শিল্পীদের তাদের গল্প বলার ও ভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়া। আমাদের এখন বেশি যোগাযোগ ও সম্পৃক্ততার প্রয়োজন—কম নয়।'
বারদেম সেই বিবৃতির জবাবে বলেছেন, 'ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামে একটি সংগঠন আছে। প্যারামাউন্টের চিঠি ঘিরে আমি পরিষ্কার করতে চাই—এই সংগঠন কখনো কারও পরিচয়ের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করে না। তাদের লক্ষ্য সেইসব চলচ্চিত্র কোম্পানি ও প্রতিষ্ঠান, যারা এই গণহত্যা ও বর্ণবৈষম্যমূলক শাসনকে ধুয়ে-মুছে সাফাই গাইছে বা সমর্থন করছে। আমরা সবসময়ই নিপীড়িত মানুষের পাশে আছি এবং যারা তাদের সহায়তা করছে তাদের সমর্থন করি।'
তিনি আরও বলেন, 'আমি এমন কারও সঙ্গে কাজ করতে পারি না, যে গণহত্যাকে সমর্থন করে বা তার পক্ষে দাঁড়ায়। বিষয়টি একেবারেই স্পষ্ট। আমাদের কারওই তা করা উচিত নয়—না এই শিল্পে, না অন্য কোনো শিল্পে।'
এই চিঠিতে বারদেমের সঙ্গে সই করেছেন বেশ কয়েকজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী। তাদের মধ্যে আছেন ইয়োরগোস ল্যান্থিমোস, এভা ডুভারনে, আসিফ কাপাডিয়া, এমা সেলিগম্যান, বুটস রাইলি, অ্যাডাম ম্যাককে, অলিভিয়া কোলম্যান, আয়ো এডেবিরি, মার্ক রাফালো, রিজ আহমেদ, টিলডা সুইনটন, লিলি গ্ল্যাডস্টোন, হান্না আইনবাইন্ডার, গেল গার্সিয়া বার্নাল, মেলিসা বারেরা ও এমা স্টোনসহ প্রমুখ।
বারদেম সম্প্রতি এমি পুরস্কারেও অংশ নেন। নেটফ্লিক্সের অপরাধভিত্তিক সিরিজ 'মনস্টার্স: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেনদেজ স্টোরি'-তে জোসে মেনেনদেজ চরিত্রে অভিনয়ের জন্য তিনি মনোনয়ন পেয়েছেন। অস্কারজয়ী এই অভিনেতা সীমিত বা অ্যান্থলজি সিরিজ কিংবা চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনীত হন।