'ফ্রি প্যালেস্টাইন'; 'গণহত্যা সমর্থনকারীর সঙ্গে কাজ করতে পারবো না': এমির রেড কার্পেটে হাভিয়ের বারদেম
হাভিয়ের বারদেম বলেছেন, ‘আমি এমন কারও সঙ্গে কাজ করতে পারি না, যে গণহত্যাকে সমর্থন করে বা তার পক্ষে দাঁড়ায়। বিষয়টি একেবারেই স্পষ্ট। আমাদের কারওই তা করা উচিত নয়—না এই শিল্পে, না অন্য কোনো শিল্পে।’