ফার্নিচার, স্থাপত্য, ফ্যাশন: এআই যেভাবে সবকিছু বদলে দিচ্ছে

ডিজাইন মানে শুধু দেখতে সুন্দর নয়, জিনিসটাকে কাজেরও হতে হয়। সৌন্দর্য আর সুবিধা, এই দুটো মিলেই ভালো ডিজাইন তৈরি হয়।এই ডিজাইনের জগতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এসে হাজির। কেউ ভাবছে, এআই তো মানুষের সৃজনশীলতাকে নষ্ট করে দেবে! আবার কেউ ভাবছে, বাহ্! এবার তো আরও দ্রুত নতুন নতুন আইডিয়া পাওয়া যাবে।
বিতর্ক যাই হোক, একটা কথা পরিষ্কার: এআই আমাদের ঘরবাড়ি, জিনিসপত্র থেকে শুরু করে পোশাক পর্যন্ত সবকিছুকে বদলে দিচ্ছে। চলুন শুনি তিন বিখ্যাত ডিজাইনারের মুখে, কীভাবে এআই তাদের কাজকে আমূল পাল্টে দিচ্ছে।
ফিলিপ স্টার্ক, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার
২০১৯ সালে, আমার তৈরি 'এআই চেয়ার' কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্মিত প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত ইন্ডাস্ট্রিয়াল ফার্নিচার হয়ে ওঠে। ইতালীয় ফার্নিচার কোম্পানি কার্টেল-এর সাথে আমি মিলান ডিজাইন উইকে এটি উন্মোচন করি এবং সে বছরই এটি বাজারে আসে।
তখন জেনারেটিভ ডিজাইন প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু এই চেয়ারের গল্পটি শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে। ২০১৭ সালে আমার নিজের কাজ কিছুটা একঘেয়ে লাগছিলো। আমি এমন নতুন কিছু অন্বেষণ করতে চেয়েছিলাম, যেখানে মানবিক, সাংস্কৃতিক বা আবেগগত কোনো প্রভাব থাকবে না। একারণেই আমি এআই নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই।
আমি অটোডেস্ক নামে একটি জেনারেটিভ ডিজাইন সফটওয়্যার কোম্পানির সাথে কাজ শুরু করি। তারা আমাকে একটি বিশেষ কম্পিউটার দেয় এবং আমি তাকে একটি সহজ প্রশ্ন করি: "সবচেয়ে কম জিনিস আর শক্তি ব্যবহার করে আমার শরীরকে আরাম দেওয়ার জন্য একটা চেয়ার বানিয়ে দিতে পারবে?"

এআই-কে শেখাতে হয়েছিল মানুষের শরীর কী, কিন্তু সে আমার সংস্কৃতি, ইচ্ছা বা লিঙ্গ সম্পর্কে কিছুই জানত না। মেশিনটি দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করে এবং অটোডেস্কের ইঞ্জিনিয়ারদের সাথে বারবার আলোচনা চলে। কাজটি একরকম আটকে গিয়েছিল।
এর সমাধান আসে ভিন্ন পথে। আমার বন্ধু অঁরি সিদু একদিন বলেন যে মাতৃগর্ভে ভ্রূণের আঙুল নতুন কোষ যুক্ত হয়ে তৈরি হয় না, বরং কোষের অপসারণের মাধ্যমে তৈরি হয়। এই ধারণাটি আমি ইঞ্জিনিয়ারদের মাধ্যমে মেশিনকে জানাই, যা এআই-এর চিন্তাধারাকে নতুন পথে চালিত করে এবং কয়েক মিনিটের মধ্যেই এটি একটি চেয়ারের নকশা তৈরি করে ফেলে।
আজ হয়তো এই কাজটি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেত। কৃত্রিম বুদ্ধিমত্তা সংজ্ঞানুসারে কৃত্রিম। এর কোনো অস্তিত্ব নেই; এটি মূলত গতি। এআই একটি অসাধারণ টুল, কারণ এটি সময় বাঁচাতে পারে এবং বিপুল পরিমাণ তথ্য দ্রুত বিশ্লেষণ করে একটি ফলাফল দিতে পারে।
এই প্রযুক্তি আমাদের কাজের পদ্ধতি ইতিমধ্যেই বদলে দিয়েছে। কিন্তু এই শক্তির এখনও কোনো হৃদয় বা মস্তিষ্ক নেই। ডিজাইনার হিসেবে আমাদের কাজ হলো এআই-এর সাথে কথা বলা, তাকে নিয়ন্ত্রণ করা। আমরা এখনও আমাদের মেধার জাদুর ওপর নির্ভরশীল।
এখনো আমি পেন্সিলে স্কেচ করে এআই এর চেয়ে দ্রুতই ভালো ডিজাইন করতে পারি।
আমার সন্দেহ আছে এআই কখনও প্রকৃত সৃজনশীলতা তৈরি বা অনুকরণ করতে পারবে কি না। প্রকৃত সৃজনশীলতার মধ্যে যে জাদু এবং কাব্যিকতা রয়েছে, তা এখনও মানব মস্তিষ্কের বৈশিষ্ট্য। এআই এখনও আমাদের মতো মহান স্রষ্টা হয়ে ওঠেনি। কিন্তু আগামীকাল কী হবে, কে জানে। আপাতত, এআই একটি বিপ্লবী প্রযুক্তি হলেও, এটি লক্ষ্যে যাবার একটি উপায়, স্বয়ং লক্ষ্য নয়।
নরমা কামালি, ফ্যাশন ডিজাইনার
আমি বরাবরই প্রযুক্তি নিয়ে খুব কৌতূহলী। কয়েক বছর আগে আবুধাবির একটি সভায় একজন উদ্যোক্তা এমন একটি ই-কমার্স সাইটের প্রস্তাব দেন যা সম্পূর্ণ এআই দ্বারা পরিচালিত হবে। সেই সভায় একজন বিজ্ঞানী আমাকে জিজ্ঞাসা করেন, তারা আমার মস্তিষ্ক 'ডাউনলোড' করতে পারে কি না। আমার কাছে ধারণাটি এতটাই চমৎকার মনে হয়েছিল যে আমি নিজেই এটি করার সিদ্ধান্ত নিই।
আমার ৫৭ বছরের কর্মজীবনের একটি বিশাল ফ্যাশন আর্কাইভ রয়েছে। আমি ভাবলাম, 'আমার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি যদি একটি এআই অভিজ্ঞতার অংশ হতে পারে? আমার আর্কাইভ কি আমার মৃত্যুর পরেও ব্র্যান্ডটিকে বাঁচিয়ে রাখতে পারবে?' কার্ল লেগারফেল্ড যখন শ্যানেলের দায়িত্ব নেন, তিনি ব্র্যান্ডের আর্কাইভকে নতুন জীবন দিয়েছিলেন। আমি ভেবেছিলাম, এআই আমার জন্য সেই কাজটি করতে পারে।

আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে এআই-এর ওপর একটি কোর্স করি। এখন আমার কাছে একটি এআই প্রোগ্রাম রয়েছে যা আমার আর্কাইভকে বিভিন্ন সিলুয়েট, নেকলাইন এবং অন্যান্য ডিজাইন উপাদানের ওপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করেছে। আমি যখন কোনো প্রম্পট লিখি, এআই আমার আর্কাইভ থেকে একই ধরনের পোশাক খুঁজে বের করে এবং আমার আগের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন নকশার ধারণা দেয়।
যেমন, সম্প্রতি আমি আমার একটি জনপ্রিয় স্ট্রাইপড পোশাকের নতুন সংস্করণ তৈরি করতে এআই ব্যবহার করি। পোশাকটির অনেকগুলো সংস্করণ তৈরি করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন আমি জেসিকা বিলকে পোশাকটিতে দেখলাম, আমি আবার নতুন কিছু করার অনুপ্রেরণা পেলাম। আমি মূল ডিজাইনের একটি ছবি তুলে এআই-কে নতুন ধারণা দিতে বললাম। এআই স্ট্রাইপের প্যাটার্ন নতুনভাবে সাজিয়ে দিল, কোথাও মোটা, কোথাও চিকন করে। এটি একটি কলার যুক্ত করার বা পাশে একটি স্লিটসহ শিয়ার প্যানেল যোগ করার পরামর্শও দিল। আমি কয়েকটি ডিজাইন বেছে নিলাম, এবং প্রতিটিই আমার নিজের তৈরি বলে মনে হচ্ছিল। আমরা আমার ডিজাইন এবং এআই-এর ডিজাইন একসাথে ওয়েবসাইটে তুলেছিলাম, এবং গ্রাহকরা কোনো পার্থক্য ছাড়াই দুটিই সমান হারে কিনেছেন।
এআই চাকরি কেড়ে নেবে বা মানুষের কাজ প্রতিস্থাপন করবে—এই যুক্তির সাথে আমি একমত হলেও, আমি বিশ্বাস করি এটি নতুন চাকরি, নতুন চিন্তা এবং নতুন জীবনযাত্রাও তৈরি করবে। এই নতুন সুযোগ হাতছাড়া করার কোনো কারণ আমি দেখি না।

টিম ফু, আর্কিটেকচারাল ডিজাইনার
মানুষ এআই সম্পর্কে খুব অগভীরভাবে চিন্তা করে। কিন্তু স্থাপত্যে, এটি মুড বোর্ড তৈরি থেকে শুরু করে ফ্লোর প্ল্যানের বিভিন্ন বিন্যাস অন্বেষণ পর্যন্ত সবকিছুতে সাহায্য করতে পারে। আমার ফার্ম, টিম ফু স্টুডিওতে, আমরা স্থাপত্য ও স্থানিক অপটিমাইজেশনের জন্য এআই টুলসেট তৈরি করেছি। আমরা ডিজাইনের বিভিন্ন প্যারামিটার (যেমন—সর্বাধিক স্থান বা সূর্যের আলো নিশ্চিত করা) নির্ধারণ করে দিই এবং মেশিন ইন্টেলিজেন্স সেই অনুযায়ী সেরা বিকল্পগুলো খুঁজে বের করে।
সম্প্রতি আমরা স্লোভেনিয়ার লেক ব্লেডে একটি নতুন রিসোর্টের নকশা উন্মোচন করেছি, যা বিশ্বের প্রথম সম্পূর্ণ এআই-চালিত স্থাপত্য প্রকল্প বলে আমরা বিশ্বাস করি। আমরা ফ্লোর প্ল্যান এবং স্থানীয় ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নকশা তৈরি করতে এআই ব্যবহার করেছি। এআই ওই অঞ্চলের স্থাপত্যের ডাটাবেস বিশ্লেষণ করে এমন নকশা তৈরি করেছে, যা ঐতিহ্যবাহী স্লোভেনিয়ান ডিজাইনকে নতুনভাবে উপস্থাপন করে।
আমরা কখনও কখনও এআই-কে ক্যালকুলেটরের মতো ব্যবহার করি। এটি আমাদের চেয়ে অনেক দ্রুত কাজ করে। কিন্তু স্থপতিরা এমন কোনো প্রযুক্তি সহজে গ্রহণ করতে চান না, যা তাদের সৃজনশীল কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে। আমাদের কোম্পানির নীতি হলো প্রযুক্তির সামনে নম্র থাকা। নিজের অহংকারকে দূরে সরিয়ে এটা উপলব্ধি করা খুব কঠিন যে, 'আমার কাজের কিছু অংশ হয়তো মেশিন আরও ভালোভাবে করতে পারে'।

কিছু আর্কিটেকচার ফার্ম ভয়ে এটিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে, যা আমাদের জন্য ভালো খবর। এর মানে আমাদের প্রতিযোগীদের থেকে আমরা কিছুটা এগিয়ে থাকবো।
স্থাপত্যের চূড়ান্ত ফলাফল হলো আমরা যে জায়গা তৈরি করি এবং যে অভিজ্ঞতা আমরা নির্মাণ করি। আসল মাইলফলক হবে সেদিন, যখন মানুষ কোনো স্থানে হেঁটে যাবে এবং এর নির্মাণে এআই-এর ভূমিকা সম্পর্কে না জেনেই এর অভিজ্ঞতা উপভোগ করবে। আমাদের আরও বড় এআই-চালিত প্রকল্পগুলো ঘোষণার অপেক্ষায় রয়েছে এবং এটি সত্যিই উত্তেজনাপূর্ণ।