রাশিয়ায় সব ফোন-ট্যাবলেটে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী ‘ম্যাক্স’ প্রি-ইন্সটলের নির্দেশ

রাশিয়ায় আগামী মাস থেকে বিক্রি হওয়া সব মোবাইল ফোন ও ট্যাবলেটে 'ম্যাক্স' নামের একটি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আগে থেকে ইনস্টল থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি এই অ্যাপটিকে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। সমালোচকদের আশঙ্কা, অ্যাপটি ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাতে ব্যবহৃত হতে পারে। গত বৃহস্পতিবার রুশ সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইন্টারনেট জগতের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।
রুশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, 'ম্যাক্স' অ্যাপটিকে বিভিন্ন সরকারি পরিষেবার সঙ্গে সমন্বিত করা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ায় বিক্রি হওয়া মোবাইল ফোন ও ট্যাবলেটসহ সব ধরনের গ্যাজেটে বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করা অ্যাপের তালিকায় এটি অন্তর্ভুক্ত থাকবে।
যদিও, ক্রেমলিনের সমালোচকদের তোলা গুপ্তচরবৃত্তির অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তাদের দাবি, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের চেয়ে 'ম্যাক্স' অ্যাপ ব্যবহারকারীর তথ্যে অনেক কম অনুমতি চেয়ে থাকে।
পাশাপাশি, আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাপলের তৈরি ডিভাইসেও রাশিয়ার নিজস্ব অ্যাপ স্টোর 'রাস্টোর' আগে থেকে ইনস্টল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি আগে থেকেই বাধ্যতামূলক ছিল।
সরকার আরও জানিয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে রাশিয়ায় বিক্রি হওয়া সব স্মার্ট টিভিতে 'লাইম এইচডি টিভি' নামে একটি অ্যাপ প্রি-ইনস্টল থাকতে হবে, যার মাধ্যমে বিনামূল্যে রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো দেখা যাবে।
চলতি মাসেই রাশিয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার অভিযোগ, বিদেশি প্ল্যাটফর্মগুলো জালিয়াতি এবং সন্ত্রাসবাদের মতো মামলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য দিয়ে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।
রাশিয়ায় নতুন মেসেজিং অ্যাপ 'ম্যাক্স' বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম।
জুলাই মাসের হিসাব অনুযায়ী রাশিয়ায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ। প্রতিষ্ঠানটি মস্কোর বিরুদ্ধে অভিযোগ এনে বলেছে, তারা রুশ নাগরিকদের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।
অন্যদিকে, ৯ কোটি ৮ লাখ ব্যবহারকারী নিয়ে টেলিগ্রাম জানিয়েছে, তারা তাদের প্ল্যাটফর্মের ক্ষতিকর ব্যবহার রোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
মিডিয়াস্কোপের তথ্য অনুসারে, জুলাই মাসে রাশিয়ায় তৃতীয় জনপ্রিয় মেসেজিং অ্যাপ ছিল ভিকে মেসেঞ্জার, যার ব্যবহারকারী সংখ্যা ১ কোটি ৭৯ লাখ। এই অ্যাপটিও ম্যাক্স-এর নির্মাতা রাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রযুক্তি সংস্থা ভিকে তৈরি করেছে।
এদিকে, ম্যাক্স কর্তৃপক্ষ চলতি সপ্তাহে জানিয়েছে যে তাদের অ্যাপটি ১ কোটি ৮০ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছে, যদিও এর কিছু অংশ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, বিদেশি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ম্যাক্স বেশি নিরাপদ। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, এই নতুন মেসেঞ্জার ব্যবহার করে সংঘটিত প্রথম জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।