‘সভ্য আচরণ করুন, নইলে জরিমানা’: জেজু দ্বীপের পর্যটকদের সতর্ক করল দক্ষিণ কোরিয়া

ভ্রমণপিপাসুদের কাছে যেন দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ যেন এক স্বর্গরাজ্য। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন প্রকৃতির স্বাদ নিতে।
এবার জেজুতে প্রথমবারের মতো পর্যটকদের জন্য আচরণবিধি জারি করেছে পুলিশ। সতর্ক করা হয়েছে অশোভন আচরণ করলে জরিমানাও হতে পারে।
দক্ষিণ কোরিয়ার এই দ্বীপে পর্যটকের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেখানকার স্থানীয়দের অভিযোগ, কিছু পর্যটক এখানে নিয়মিতই আবর্জনা ফেলেন, সেই সাথে আবার শিশুদেরও রাস্তায় মলমূত্র করতে দিচ্ছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেজু পুলিশ চীনা, ইংরেজি ও কোরিয়ান ভাষায় নির্দেশিকা প্রকাশ করেছে।
সমুদ্র সৈকত, ট্রেইল এবং পাহাড়ি দৃশ্যের জন্য জনপ্রিয় পর্যটন মৌসুমের মধ্যেই জারি করা হয়েছে নির্দেশিকাটি।
ভূ-অগ্ন্যুৎপন্ন দ্বীপ জেজু শপিং এবং জুয়া খেলার জন্যও বিদেশিদের কাছে জনপ্রিয়।
জেজু পুলিশ বিভাগের প্রধান কিম সু-ইয়ং জানিয়েছেন, এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো 'ভাষা ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে ভুল বোঝাবুঝির সমাধান এবং বিদেশিদের কোরিয়ান সংস্কৃতি ও আইন সম্পর্কে বোঝাপড়া আরও উন্নত করা'।
নির্দেশিকায় 'ছোটখাটো অপরাধসমূহ' উল্লেখ করা হয়েছে, যা জরিমানা দ্বারা দণ্ডনীয়। এর মধ্যে রয়েছে—নিষিদ্ধ এলাকায় ধূমপান, আবর্জনা ফেলা, সড়কে অদক্ষভাবে পারাপার (জে-ওয়াকিং), মদ্যপ ও অশোভন আচরণ, খাবারের বিল না দিয়ে রেস্তোরাঁ থেকে পালানো, জনসমক্ষে মলমূত্র ত্যাগ, নকল পরিচয়পত্র ব্যবহার এবং অনধিকার প্রবেশ।
নির্দেশিকার নিয়ম অনুযায়ী, প্রথমবারের অপরাধীদের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয় তবে অপরাধের পুনরাবৃত্তি হলেই অপরাধীদের সর্বোচ্চ প্রায় ১৪৩ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
করোনা মহামারীর পর দক্ষিণ কোরিয়ায় পর্যটন খাতে শক্তিশালী পুনরুদ্ধার লক্ষ্য করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরে জেজু দ্বীপে ইতিমধ্যে সাত মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন। ২০২৪ সালে বিদেশি পর্যটকরা স্থানীয় অর্থনীতিতে রেকর্ড ৯ দশমিক ২৬ ট্রিলিয়ন কোরিয়ন ওয়ান বিনিয়োগ করেছেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ পর্যটক জেজুতে আসেন এবং এদের অধিকাংশই চীনের নাগরিক।
এর আগে গত বছর, জাপানের একটি শহর পর্যটকদের থেকে রক্ষা পেতে মাউন্ট ফুজির একটি বিখ্যাত রোডসাইড দৃশ্য বন্ধ করেছিল, যাতে ছবি ও সেলফি তুলতে গিয়ে পর্যটকরা ভিড় না করেন।