Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

বান্দরবান ঘুরে বেড়ানো: একদিকে পাহাড়, অন্যদিকে উপকূলবর্তী সমুদ্র

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে বান্দরবানই একমাত্র জেলা, যেখানে ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর বসবাস। প্রত্যেকের ভাষা, খাদ্যাভ্যাস, জীবনযাপন ও সংস্কৃতি একে অন্যের থেকে আলাদা।
বান্দরবান ঘুরে বেড়ানো: একদিকে পাহাড়, অন্যদিকে উপকূলবর্তী সমুদ্র

বাংলাদেশ

উসিথোয়াই মারমা, বান্দরবান
07 October, 2025, 06:50 pm
Last modified: 07 October, 2025, 07:25 pm

Related News

  • দিয়াবাড়ি লেক: ঢাকার বুকেই কায়াকিং
  • ৩ বছর পর খুলল অন্যরকম নিসর্গ কেওক্রাডং; ট্রেকিং নয়, গাড়িতে চড়েই যাওয়া যাচ্ছে চূড়ায়
  • টেকনাফে পাহাড়ে আটকে রাখা শিশু-নারীসহ উদ্ধার ৩৮, আটক ২ 
  • ১ অক্টোবর থেকে কেওক্রাডং পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে
  • ৬ বছরেও বাস্তবায়ন হয়নি পর্যটন মহাপরিকল্পনা, আসছে পরিবর্তন

বান্দরবান ঘুরে বেড়ানো: একদিকে পাহাড়, অন্যদিকে উপকূলবর্তী সমুদ্র

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে বান্দরবানই একমাত্র জেলা, যেখানে ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর বসবাস। প্রত্যেকের ভাষা, খাদ্যাভ্যাস, জীবনযাপন ও সংস্কৃতি একে অন্যের থেকে আলাদা।
উসিথোয়াই মারমা, বান্দরবান
07 October, 2025, 06:50 pm
Last modified: 07 October, 2025, 07:25 pm

কেউ এখন ঘরকুনো হয়ে থাকতে চায় না। সুযোগ পেলেই সবাই সামর্থ্য অনুযায়ী ঘর ছেড়ে বেরিয়ে পড়ে নতুন কিছু দেখার আশায়। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একদিকে সবুজে ঘেরা পাহাড়, অন্যদিকে উপকূলের সমুদ্র—এই দুই সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার সুযোগ মেলে এই অঞ্চলে ঘুরতে এলে। কারণ এক পাশে পাহাড়ি জেলা বান্দরবান, আর তার অপর পাশে উপকূলীয় কক্সবাজার—দুটি জেলা পাশাপাশি।

অনেকে বান্দরবান ঘুরে কক্সবাজার যান, আবার কেউ কক্সবাজার থেকে ফিরে আসেন বান্দরবানে। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি বহু সংস্কৃতি, ভাষা ও জাতিগত বৈচিত্র্যের টানে অনেকেই পাহাড়মুখী হন।

পরিকল্পনায় বৈচিত্র্য আনুন

এখনও অধিকাংশ মানুষ পাহাড়ে ঘোরা মানেই প্রচলিত পর্যটনকেন্দ্রকেই বোঝেন। কেউ কেউ পরিবারের সঙ্গে ইট-কংক্রিটের সাজানো কেন্দ্রেই বেড়াতে পছন্দ করেন, যা শিশু ও পরিবারের জন্য উপযুক্তও বটে।

চিম্বুক পাহাড়ে ম্রোলং পাড়া এলাকা থেকে বেতছড়া গ্রাম। ছবি: উসিথোয়াই মারমা

আবার অনেকে চার-পাঁচ দিনের সময় নিয়ে মোবাইল নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকায় ঘুরতে যেতে চান, একটু ভিন্ন স্বাদ নিতে—নীরবতা খুঁজতে, একঘেয়ে জীবনে সতেজতা আনতে। কিন্তু পাহাড়ে ঘুরে এসেও অনেকে পড়ে যান সেই একই রুটিনে—পরিচিত কয়েকটি জায়গাতেই সীমাবদ্ধ থাকে ভ্রমণ। অথচ সামান্য খোঁজখবর নিয়ে, কিছুটা পরিকল্পনা করলে বান্দরবানে এক সফরেই দেখা যায় অনেক কিছু।

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে বান্দরবানই একমাত্র জেলা, যেখানে ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর বসবাস। প্রত্যেকের ভাষা, খাদ্যাভ্যাস, জীবনযাপন ও সংস্কৃতি একে অন্যের থেকে আলাদা। শহরের সাঙ্গু নদীর এক পাড়ে বাস করে মারমারা, অন্য পাড়ে কালাঘাটা এলাকায় থাকে ত্রিপুরা সম্প্রদায়। আরেকটু এগোলে দেখা মেলে তঞ্চঙ্গ্যা পাড়ার।

বান্দরবান থেকে রুমা-থানচি সড়কে গেলে শৈলপ্রপাত এলাকার কয়েকটি গ্রামে বম সম্প্রদায়ের বসবাস। তাদের পাড়া গুছানো ও পরিচ্ছন্ন। চিম্বুক পাহাড়জুড়ে রয়েছে ম্রো জনগোষ্ঠীর বসতি, যারা বান্দরবানের পাহাড়িদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। আয়তনে ছোট এই শহরে এলাকা বদলালেই বদলে যায় জাতিগোষ্ঠী।

সুয়ালক হয়ে টংকাবতি আসার পথে একটি ছড়া। ছবি: উসিথোয়াই মারমা

ভ্রমণের পথে হঠাৎ ক্ষুধা লাগলে চেখে দেখতে পারেন স্থানীয় ঐতিহ্যবাহী মুন্ডি খাবার বা নানা রকম পিঠাপুলি। তবে স্থানীয় খাবারে অভ্যস্ত না হলে প্রায় সর্বত্রই পাবেন প্রচলিত বাংলা খাবারও।

শহর থেকে একটু দূরে

শহর ছেড়ে সাঙ্গু নদীতে নৌভ্রমণও হতে পারে দারুণ অভিজ্ঞতা। ক্যচিংঘাটা এলাকা থেকে নৌকা ভাড়া করে উজানের বেতছড়া পর্যন্ত ঘুরে আসা যায়। সেখানে নদী, পাহাড়, সবুজ প্রকৃতি ও ছোট ছোট পাহাড়ি গ্রাম—সব একসঙ্গে দেখা যায়। নদীর দুই তীরে চোখে পড়বে সবজিক্ষেতের সবুজে ছাওয়া জমি, আর দূর থেকে দেখা যাবে মহিমান্বিত চিম্বুক পাহাড়।

ভ্রমণকারীর সংখ্যা অনুযায়ী ছোট নৌকা ভাড়া ১ হাজার ২০০ টাকা (১০ জন ধারণক্ষমতা, সময় এক ঘণ্টা), আর বড় নৌকা ১ হাজার ৫০০ টাকা (২০ জন ধারণক্ষমতা, সময় প্রায় দেড় ঘণ্টা)।

চিম্বুক পাহাড় থেকে টংকাবতি খাল। ছবি: উসিথোয়াই মারমা

বেতছড়া এলাকায় গাড়িতেও যাওয়া যায়—ট্রাফিক মোড় থেকে সিএনজি বা মাহেন্দ্র ভাড়া ১,২০০–১,৫০০ টাকা, সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। চাইলে শহরের নৌকাঘাট থেকে সাঙ্গু নদীর ভাটির দিকেও যেতে পারেন। সেখানেও দেখতে পাবেন পাহাড়ি-বাঙালি গ্রাম, ধান ও সবজিক্ষেতের বিশাল বিস্তার। এখানে পর্যটক গাইড নেওয়া বাধ্যতামূলক নয়।

টংকবতি ও চিম্বুকের পথে

শহর থেকে পর্যটকের সংখ্যার ওপর নির্ভর করে ট্রাফিক মোড় থেকে সিএনজি, মাহেন্দ্র বা বাসস্টেশন থেকে জীপ (স্থানীয়ভাবে 'চাঁদের গাড়ি') কিংবা ল্যান্ডক্রুজার ভাড়া নিতে পারেন। সিএনজি ও মাহেন্দ্র ভাড়া ২,২০০–২,৫০০ টাকা, আর চাঁদের গাড়ি বা ল্যান্ডক্রুজারের ভাড়া ৩,৫০০–৪,০০০ টাকা।

টংকবতি যাওয়ার পথে প্রথমে সুয়ালক এলাকার মারমা ও তঞ্চঙ্গ্যা পাড়া দেখা যাবে। পথে চোখে পড়বে ছোট খাল-ছড়া, আর শসা, তিতকরলা ও পেঁপের বিশাল সবজিক্ষেত। এখানকার বিশেষত্ব হলো একইসঙ্গে সমতল ভূমি ও পাহাড়ের মিলন।

ম্রো গ্রাম ‘বাইট্যা পাড়া’। ছবি: উসিথোয়াই মারমা

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য এই পথ অসাধারণ। টংকবতি বাজারে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রওনা হতে পারেন চিম্বুক পাহাড়ে। টংকবতি–চিম্বুক সড়কটি খাড়া ও উঁচুনিচু, দু'পাশে ঘন গাছপালা ও জুমক্ষেত। যেকোনো জায়গায় দাঁড়ালেই চারপাশের সবুজে হারিয়ে যাওয়ার মতো দৃশ্য।

চিম্বুক পর্যটনকেন্দ্রে পৌঁছে চাইলে দুপুরের খাবার খেতে পারেন। তবে খাবার অনেক সময় প্রস্তুত থাকে না, তাই অর্ডার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। এ ফাঁকে আশপাশ ঘুরে বা পছন্দের দৃশ্য ক্যামেরায় বন্দি করে নিতে পারেন। এই ভ্রমণেও গাইড নেওয়ার প্রয়োজন নেই।

টংকাবতি-চিম্বুক সড়কের একাংশ। ছবি: উসিথোয়াই মারমা

গিরিখাদের দেবতাকুম

রোয়াংছড়ি উপজেলা বান্দরবান শহরের সবচেয়ে কাছের উপজেলা। এখানেই রয়েছে মনোমুগ্ধকর 'দেবতাকুম'—স্থানীয়দের ভাষায় 'নাইত অইং'। দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত এই প্রাকৃতিক জলাশয়ে বাঁশের ভেলায় ভেসে ঘুরে বেড়ানো যায়।

এটি এমন এক ভ্রমণস্থল, যেখানে এখনো কোনো কৃত্রিম স্থাপনা তৈরি হয়নি—সবকিছুই প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। তবে দেবতাকুম ভ্রমণে গাইড নেওয়া বাধ্যতামূলক। রোয়াংছড়ি উপজেলা সদরে পৌঁছেই গাইডরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেয়।

রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম। ছবি: উসিথোয়াই মারমা

দেবতাকুম ভ্রমণের চেয়ে পথের যাত্রাটাই বরং বেশি আকর্ষণীয়। পথে ছোট ছোট পাহাড়ি গ্রাম, মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি চোখে পড়বে। কোথাও দেখা যাবে পাহাড়ে জুমচাষের দৃশ্য। দেবতাকুম এলাকায় কয়েকটি পাহাড়ি দোকান রয়েছে, যেখানে অগ্রিম বুকিং দিয়ে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। দামও তুলনামূলক কম। স্থানীয় খাবারে অভ্যস্ত না হলে পাওয়া যায় বাংলা খাবারও।

কিছু সতর্কতা

ভ্রমণের অন্যতম আনন্দ ছবি তোলা হলেও কোনো ব্যক্তির ছবি তোলার আগে অবশ্যই অনুমতি নেওয়া উচিত। প্রতিটি জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস ও রুচি আলাদা—তাদের খাবার নিয়ে কোনো বিরূপ মন্তব্য না করাই ভালো।

টংকাবতি-চিম্বুক সড়কের একাংশ। ছবি: উসিথোয়াই মারমা

তাদের জীবনযাপনেও বৈচিত্র্য রয়েছে, তাই আচরণে সংবেদনশীল ও সহনশীল হওয়া জরুরি। এছাড়া যে কোনো ভ্রমণে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা উচিত।
 

Related Topics

টপ নিউজ

বান্দরবান / পর্যটন কেন্দ্র / পর্যটক / দেবতাখুম / পাহাড় / সমুদ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কাজী ফার্মসের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে আসছে আলফামার্ট, বিনিয়োগ করবে ১২০ মিলিয়ন ডলার
  • বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি বিপ্লবের উদ্যোগ
    বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি বিপ্লবের উদ্যোগ
  • পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম মার্টিনিস
    পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম মার্টিনিস
  • উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তার সঙ্গে আসা কর্মকর্তাদের পরে একাধিক মোটরসাইকেলে পরিদর্শন চালিয়ে যেতে দেখা গেছে। ছবি: ফোকাস বাংলা
    ঢাকা-সিলেট মহাসড়ক: দুই চত্বরে নিত্য যানজট, সড়কে আটকা পড়ে উপদেষ্টা দায়ী করলেন ট্রাফিক অব্যবস্থাপনাকে
  • নিউ ইয়র্কে তোলা একটি ছবিতে জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারের বোতল। ছবি: রয়টার্স
    ট্যালকম পণ্যে ক্যান্সার সৃষ্টির উপাদান: জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ মার্কিন আদালতের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার, চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে মন্তব্য নেই অর্থ উপদেষ্টার

Related News

  • দিয়াবাড়ি লেক: ঢাকার বুকেই কায়াকিং
  • ৩ বছর পর খুলল অন্যরকম নিসর্গ কেওক্রাডং; ট্রেকিং নয়, গাড়িতে চড়েই যাওয়া যাচ্ছে চূড়ায়
  • টেকনাফে পাহাড়ে আটকে রাখা শিশু-নারীসহ উদ্ধার ৩৮, আটক ২ 
  • ১ অক্টোবর থেকে কেওক্রাডং পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে
  • ৬ বছরেও বাস্তবায়ন হয়নি পর্যটন মহাপরিকল্পনা, আসছে পরিবর্তন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কাজী ফার্মসের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে আসছে আলফামার্ট, বিনিয়োগ করবে ১২০ মিলিয়ন ডলার

2
বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি বিপ্লবের উদ্যোগ
বাংলাদেশ

বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি বিপ্লবের উদ্যোগ

3
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম মার্টিনিস
আন্তর্জাতিক

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম মার্টিনিস

4
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তার সঙ্গে আসা কর্মকর্তাদের পরে একাধিক মোটরসাইকেলে পরিদর্শন চালিয়ে যেতে দেখা গেছে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ক: দুই চত্বরে নিত্য যানজট, সড়কে আটকা পড়ে উপদেষ্টা দায়ী করলেন ট্রাফিক অব্যবস্থাপনাকে

5
নিউ ইয়র্কে তোলা একটি ছবিতে জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারের বোতল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্যালকম পণ্যে ক্যান্সার সৃষ্টির উপাদান: জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ মার্কিন আদালতের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার, চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে মন্তব্য নেই অর্থ উপদেষ্টার

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab