ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা পুতিনের, আলাস্কার বৈঠকে পারমাণবিক চুক্তির ইঙ্গিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প প্রশাসনের 'উদ্যমী' প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলাস্কায় শুক্রবার অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে মস্কো এবং ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে একটি চুক্তি করতে পারে।
ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কা শীর্ষ বৈঠকের ঘোষণা দেওয়ার পর পুতিনের এই প্রথম প্রকাশ্য মন্তব্য। বৃহস্পতিবার ক্রেমলিনে সিনিয়র রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুতিন এবং ইউক্রেন নিয়ে চলমান আলোচনার অবস্থা জানিয়েছেন।
পুতিন বলেন, "বর্তমান আমেরিকান প্রশাসন… যুদ্ধ থামানোর, সংকট শেষ করার এবং সকল পক্ষের স্বার্থে চুক্তি করার জন্য আমার মতে যথেষ্ট উদ্যমী ও আন্তরিক প্রচেষ্টা করছে।"
তিনি আরও বলেন, এই বৈঠকের উদ্দেশ্য হলো "আমাদের দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির অবস্থা তৈরি করা।"
পুতিন আরও বলেন, 'পরবর্তী পর্যায়ের' আলোচনায় 'কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে চুক্তি' করা সম্ভব হলে এই শান্তি আরও দীর্ঘস্থায়ী হবে।
যদিও পুতিন কোন ধরনের চুক্তির ইঙ্গিত দিলেন তা স্পষ্ট নয়, তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বেশিরভাগ কৌশলগত অস্ত্র সংক্রান্ত চুক্তিই পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক সামর্থ্যযুক্ত ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে।
যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের মজুদ সীমিত করতে সম্মত হয়। চুক্তিটি ২০১১ সালে কার্যকর হয়। এই চুক্তির আওতায় উভয় দেশের সাত বছরের সময় ছিল নিদিষ্ট সংখ্যক আন্তঃমহাদেশীয় পারমাণবিক অস্ত্রের সীমা পূরণের। তবে চুক্তিটি ফেব্রুয়ারি ২০২৬-এ শেষ হবে।
দুই দেশের মধ্যে উত্তেজনার একটি সংকেত হিসেবে, ট্রাম্প এই মাসে বলেছেন যে তিনি দুইটি পারমাণবিক সাবমেরিন কৌশলগতভাবে রাশিয়ার কাছে মোতায়েন করেছেন। তিনি বলেন, এটি করা হয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের 'উচ্চ উত্তেজক' মন্তব্যের জবাবে।
মেদভেদেভ প্রায়ই সামাজিক মাধ্যমে অস্থির মন্তব্য করেন—প্রায়ই পারমাণবিক সংঘাতের সম্ভাবনা তুলে ধরেন। ট্রাম্প বলেন, তার এই সিদ্ধান্তের কারণ হলো যদি এসব বোকা এবং উত্তেজক মন্তব্য কেবল মন্তব্যের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আগেভাগেই সতর্ক থাকা।
'তিনি চুক্তি করবেন'
ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি বিশ্বাস করেন যে পুতিন আলাস্কায় আলোচনায় ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য "চুক্তি করবেন।"
ট্রাম্প বলেন, "আমি মনে করি এখন তিনি নিশ্চিত যে তিনি চুক্তি করবেন। তিনি চুক্তি করবেন। আমি মনে করি তিনি করবেন।" ট্রাম্প ফক্স রেডিওর 'দ্য ব্রায়ান কিলমিড শো'তে বলেছেন।
তিনি আশা প্রকাশ করেছেন দ্বিতীয় একটি বৈঠক বসাতে, যাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি থাকবেন।
শুক্রবারের আলোচনার মাধ্যমে এই দ্বিতীয় বৈঠকটি ঠিক করা হবে। ট্রাম্প বলেন, এটি "আরও গুরুত্বপূর্ণ বৈঠক" হবে। তিনি বলেন, "আমরা প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি, আমি নিজে এবং হয়তো কিছু ইউরোপীয় নেতাকে সঙ্গে নিয়ে বৈঠক করব, হয়তো না।"
ট্রাম্প ফক্স রেডিওকে বলেছেন, "যদি বৈঠক ভালোভাবে শেষ না হয়, আমি একক সংবাদ সম্মেলন করব।" তিনি বলেন, "আমি প্রেস কনফারেন্স করব। জানি না এটি যৌথ হবে কিনা। আমরা আলোচনা করি নি। যৌথ করা ভালো হতে পারে, পরে আলাদা করা যেতে পারে। যদি বৈঠক ভালোভাবে শেষ না হয়, আমি শুধু সংবাদ সম্মেলন করব এবং ওয়াশিংটনে ফিরে যাব।"
রাশিয়ার আলোচনাকারী দলের মধ্যে পুতিনের বিদেশনীতি সহকারী ইউরি উশাকভের সঙ্গে থাকবেন বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলৌসোভ, অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানভ এবং রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ।
শুক্রবারের শীর্ষ বৈঠকে ইউক্রেন ও ইউরোপকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে শঙ্কা দেখা দিয়েছে যে কিয়েভকে অনিচ্ছাকৃত ছাড় দিতে বাধ্য করা হতে পারে।