টেক্সাসে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২, আরও ভারি বৃষ্টির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮২ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে কেবল এক কাউন্টিতেই ২৮ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের কর্মকর্তারা। এছাড়া, এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট সতর্ক করেছেন, আগামী কয়েক দিনে 'আরও ভারি বৃষ্টিপাত' হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে রাজ্যের কিছু অংশে ফের আকস্মিক বন্যা হতে পারে।
সংবাদ সম্মেলনে গভর্নর অ্যাবট বলেন, "ভারি বৃষ্টিপাতে বিগ কান্ট্রি, কনচো ভ্যালি, সেন্ট্রাল টেক্সাস এবং ফের কারভিল শহরে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এই এলাকাগুলোতেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।"
এদিকে সম্ভাব্য ঝড় মোকাবিলায় টেক্সাসজুড়ে জরুরি সাড়াদান কার্যক্রম জোরদার করা হলেও কারভিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর অ্যাবট।
টেক্সাসের একাধিক কাউন্টির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে কেবল কার কাউন্টিতেই মারা গেছেন ৬৮ জন। ট্র্যাভিস কাউন্টিতে ৬ জন, বারনেট কাউন্টিতে ৩ জন, কেন্ডাল কাউন্টিতে ২ জন, টম গ্রিন কাউন্টিতে ১ জন এবং উইলিয়ামসন কাউন্টিতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, সেখানে নিহতদের মধ্যে ৪০ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু।
এদিকে কার কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, গুয়াদালুপে নদীর পাশে অবস্থিত অল-গার্লস সামার ক্যাম্প 'ক্যাম্প মিস্টিক' বন্যার পানিতে প্লাবিত হওয়ার পর থেকে ওই শিবিরের ১০ জন ক্যাম্পার ও একজন কনসাল্টেন্ট নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।