ইরান-ইউক্রেন বিষয়ে পুতিন ও ট্রাম্পের ফোনালাপ, ইসারয়েলি হামলার নিন্দা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইউক্রেন বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
শনিবার (১৪ জুন) ক্রেমলিনের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানায়, দুই নেতা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন।
এদিকে রাশিয়ার বার্তা সংস্থাগুলো ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পুতিন ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা করেছেন এবং দুই নেতা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ইরানের ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেননি।
উশাকভের বরাতে সংস্থাগুলো আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে রাশিয়ার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থাগুলোর তথ্যমতে, দুই প্রেসিডেন্ট প্রায় ৫০ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন। উশাকভ আলোচনাটিকে 'অর্থবহ ও কার্যকর' বলে বর্ণনা করেছেন।
শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালায়। এতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়। হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীসহ ১০৪ জনেরও বেশি নিহত হন এবং প্রায় ৩৮০ জন আহত হন।
এর জবাবে শুক্রবার রাতেই ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তিনজন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হন।
শুক্রবার সারাদিন ও শনিবারও এ ধরনের হামলার ধারাবাহিকতা অব্যাহত ছিল।