সৌদি ক্রাউন প্রিন্সের কৃতজ্ঞতার ভঙ্গি কেন ভাইরাল সিরিয়ার সোশ্যাল মিডিয়ায়

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি সাধারণ অথচ তাৎপর্যপূর্ণ ভঙ্গি সিরিয়ায় অনলাইন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির বিষয়ে সৌদির প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের পর এটি যেন নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে রিয়াদে মোহাম্মদ বিন সালমানের এই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয়। সেখানে ক্রাউন প্রিন্স উভয় হাত বুকের ওপর রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান—যা আরব সংস্কৃতিতে সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ।
এই ছবি দ্রুতই সিরীয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশটির তারকা, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ মানুষজনও সেই ভঙ্গি নকল করে ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন।
"এটি শুধু একটি ভঙ্গিমা নয়, একটি বার্তা," বলেন একজন সিরীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। "এটি বিশ্বকে বলে দিচ্ছে যে আশার এখনো অস্তিত্ব আছে—আর সৌদি আরব এই পরিবর্তনের মুহূর্তে সিরিয়ার পাশে আছে।"
সিরিয়ার শিল্পী ও কার্টুনিস্টরাও এতে যোগ দেন, ক্রাউন প্রিন্সের ভঙ্গিকে কেন্দ্র করে বিভিন্ন ডিজিটাল ইলাস্ট্রেশন, ক্যারিকেচার ইত্যাদি শেয়ার করতে থাকেন—যা এ প্রতীকের ওজন আরও বাড়িয়ে তোলে।
সিরীয় বিশ্লেষকেরা এটিকে রিয়াদ-দামাস্কাস সম্পর্কের উষ্ণতার "ঐতিহাসিক ইঙ্গিত" হিসেবে বর্ণনা করেছেন—যা যেকোনো কূটনৈতিক বিবৃতির চেয়ে বেশি শক্তিশালী বার্তা দিচ্ছে।
বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, পর্দার আড়ালে প্রিন্স মোহাম্মদ ও প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনাই হোয়াইট হাউসকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রভাবিত করেছে।
এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে উদযাপনের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, উল্লসিত জনতা সৌদি পতাকা উড়িয়ে কৃতজ্ঞতা জানাচ্ছে, এই সিদ্ধান্তকে "দীর্ঘ প্রতীক্ষিত এক বাঁক পরিবর্তন" বলে অভিহিত করছে।