ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে শনিবার ফোনালাপে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ফোনালাপে যুবরাজ বলেন, 'ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে এবং এটি আন্তর্জাতিক আইন ও নীতির লঙ্ঘন।'
তিনি বলেন, 'ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে চলমান সংকট নিরসনে সংলাপের প্রক্রিয়া এই হামলার ফলে ব্যাহত হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাও এতে বাধাগ্রস্ত হয়েছে।'
যুবরাজ মোহাম্মদ বলেন, 'বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগের নীতিকে সৌদি আরব প্রত্যাখ্যান করে এবং সংলাপই মতপার্থক্য মেটানোর একমাত্র পথ হওয়া উচিত।'
ইসরায়েল শুক্রবার ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তেহরানের দাবি, এতে দেশটির উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হয়েছেন।
শনিবার দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।
ফোনালাপে যুবরাজ মোহাম্মদ নিহতদের পরিবার, ইরানি জনগণ এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হজ পালনরত ইরানি হাজিদের প্রয়োজন মেটাতে এবং তাদের দেশে ফেরার আগ পর্যন্ত সেবা নিশ্চিত করতে বাদশাহ যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়।
এর আগে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপে যুবরাজ ইরানে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এসপিএ জানায়, ফোনালাপে তারা কূটনৈতিক পথে বিরোধ মেটানোর ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গেও যুবরাজ মোহাম্মদ ফোনে কথা বলেন।
এসপিএ জানায়, ইসরায়েলি হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।