প্রথমবারের মতো উড়ল বিশ্বের বৃহত্তম চীনা ‘উভচর বিমান’

বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান 'এজি৬০০' সফলভাবে সব ধরনের মান-অনুযায়ী ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে বলে জানিয়েছে চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন (এভিআইসি)।
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এজি৬০০ উভচর বিমানটির সর্বোচ্চ উড্ডয়নের ওজন (টেক-অফ ওয়েট) ৬০ টন। এ দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান। অগ্নিনির্বাপণসহ নানা জরুরি অভিযানে ব্যবহারের লক্ষ্যে নির্মিত এই বিমান ১২ টন পানি বহন করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা শিনহুয়া।
চীনের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠান বলেছে, বিমানটি পার্শ্বীয় বাতাসে সফলভাবে ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। ফলে এজি৬০০-এর জটিল পরিবেশে অভিযোজন ক্ষমতা আরও বাড়বে এবং এর ব্যবহার ক্ষেত্র ও কার্যক্রমের পরিসর আরও বাড়বে।
তীব্র পার্শ্বীয় বাতাস বিমান পরিচালনার একটি সাধারণ কিন্তু চ্যালেঞ্জিং আবহাওয়াজনিত অবস্থা। এ ধরনের পরিস্থিতিতে উড্ডয়ন ও অবতরণ অনেক বেশি কঠিন হয়ে ওঠে, একই সঙ্গে যন্ত্রপাতি বিকল হওয়ার ঝুঁকিও বাড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর চীনের জিলিনহটে সম্প্রতি দুটি এজি৬০০ বিমান পার্শ্বীয় বাতাসে মানসন্মত ফ্লাইট টেস্টে অংশ নেয়।
প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেই পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। ফলে তীব্র পার্শ্বীয় বাতাসে এজি৬০০ নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম হবে বলে জানিয়েছে এভিআইসি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বিমানটির এয়ার ইনটেক সিস্টেমও সফলভাবে মান নিয়ন্ত্রণ ফ্লাইট টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং জিলিনহটে আরও কয়েকটি গ্রাউন্ড টেস্টও পরিচালিত হয়েছে।
এই পরীক্ষার পর একটি এজি৬০০ বিমান চীনের জিয়াগেদাচির একটি বিমানবন্দরে ফেরি ফ্লাইট সম্পন্ন করেছে। বিমানটি সেখানে বন রক্ষা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রমে যুক্ত থাকবে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা।
এভিআইসি আরও জানায়, সফলভাবে উন্নয়ন ও বাজারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন হিসেবে বিমানটি চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না)-এর টাইপ সার্টিফিকেট পেয়েছে।