অস্ত্রবিরতির আল্টিমেটাম প্রত্যাখ্যান করলেন পুতিন, কিয়েভকে সরাসরি আলোচনার প্রস্তাব

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ইউরোপীয় নেতাদের দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আলোচনার দরজা খোলা রেখে তিনি চলতি সপ্তাহেই কিয়েভের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দিয়েছেন।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা পুতিনকে সোমবারের মধ্যে শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হতে বলেন। তা না হলে ইউক্রেনে সামরিক সহায়তা ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো হবে বলে জানান তারা।
এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, পুতিন সত্যিই শান্তি চাইলে এখনই তা প্রমাণ করার সময়।
তিনি বলেন, 'আমরা শর্তহীন যুদ্ধবিরতির দাবি জানিয়েছি এবং পুতিনের শর্ত প্রত্যাখ্যান করেছি। শান্তির পথ থেকে মুখ ফিরিয়ে নিলে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পসহ সকল অংশীদারদের সঙ্গে মিলে নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তা আরও জোরদার করব।'
শনিবার সকালে কিয়েভে পৌঁছান স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স। আলাদা ট্রেনে আসেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কার সঙ্গে কিয়েভের মেইদান স্কয়ারে যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা জানান ও এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা শান্তি আলোচনার অগ্রগতি ও সম্ভাব্য 'স্থল, আকাশ, নৌ এবং পুনর্গঠন বাহিনী' নিয়ে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন।
এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, ইউক্রেন ও মিত্ররা সোমবার থেকেই সর্বত্র ৩০ দিনের জন্য শর্তহীন অস্ত্রবিরতির জন্য প্রস্তুত। রাশিয়া সম্মত হলে এবং পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে তা দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে।
পুতিনের জবাব আসে রোববার ভোরে মস্কোতে এক সংবাদ সম্মেলনে। সেখানে তিনি অস্ত্রবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে জানান, তিনি ইস্তাম্বুলে বৃহস্পতিবার ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত।
'আলোচনার সময় নতুন অস্ত্রবিরতির বিষয়েও আলোচনা হতে পারে,' বলেন তিনি।
তবে ফরাসি প্রেসিডেন্ট মাঁখো বলেন, 'এটি একধরনের প্রথম পদক্ষেপ হলেও যথেষ্ট নয়। শর্তহীন অস্ত্রবিরতি আলোচনার আগেই হওয়া উচিত।'
রাশিয়া একতরফাভাবে ৮ মে থেকে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও কিয়েভ বলেছে, এটি ছিল মস্কোর যুদ্ধজয়ের ৮০ বছর উপলক্ষে বিজয় দিবস উদযাপনের সময় ইউক্রেনীয় ড্রোন হামলা ঠেকানোর কৌশল।
স্টারমার বলেন, 'পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ভুল শিক্ষা নিয়েছেন। ইতিহাস আমাদের শিখিয়েছে, গৌরব আসে নিজের দেশ রক্ষা ও শান্তির জন্য লড়াই করে জয়লাভে, আগ্রাসন বা দখলদারিতে নয়।'
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নে বলেন, 'উভয় পক্ষের জন্য আমার বার্তা—এই যুদ্ধ শেষ করুন। এই বোকামি শেষ করুন।'
ট্রাম্প প্রশাসন ইউক্রেনের তুলনায় রাশিয়ার প্রতি তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিলেও ভ্যাটিকানে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে জেলেনস্কির সঙ্গে একটি ইতিবাচক বৈঠকের পর ওয়াশিংটনের মনোভাবে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
এমনকি যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাম্প্রতিক বক্তব্যে মস্কোর অবস্থান সমালোচনা করে বলেন, 'এই মুহূর্তে রাশিয়া যে দাবি ও শর্ত দিয়েছে, তা অত্যন্ত অতিরঞ্জিত। আমরা মনে করি, তারা বেশি কিছু চাইছে।'
এছাড়া শুক্রবার রাতে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সতর্কবার্তা প্রকাশ করে জানায়, 'আগামী কয়েক দিনের যেকোনো সময় একটি বড় ধরনের বিমান হামলা হতে পারে।'
পরে জানা যায়, সোমবার ও মঙ্গলবার রাশিয়া কাপুস্তিন ইয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এলাকায় আকাশপথ বন্ধ রাখবে।