জিন্সের প্যান্টের কোমরে ছোট পকেটটি কেন থাকে?

জিন্সের প্যান্ট পরলে নিশ্চয়ই খেয়াল করেছেন কোমরের কাছে থাকা একেবারে ছোট্ট একটি পকেট—যেটা এতটাই ছোট, মোবাইল তো দূরের কথা, কয়েন বা চাবিও ঠিকঠাক রাখার উপায় নেই। তাহলে প্রশ্ন জাগে—এই পকেটের কাজটা কী? নিছকই কি ফ্যাশনের অংশ? আসলে নয়। এর পেছনে রয়েছে পুরোনো সময়ের এক দরকারি ইতিহাস।
বর্তমানে অনেকেই একে সাজসজ্জার অংশ মনে করলেও ১৯ শতকে এই পকেট ছিল অত্যন্ত কার্যকর। মূলত, এটি তৈরি হয়েছিল পকেট ঘড়ি রাখার জন্য। সেই সময় কাউবয়রা ঘোড়ায় চড়ে পাড়ি দিচ্ছিলো বিশাল ওয়েস্টার্ন প্রান্তর। তখন সময় জানার একমাত্র উপায় ছিল পকেট ঘড়ি, যা ছিল অনেকের কাছে দামী ও আবেগের বস্তু। এই ঘড়ি যেন পড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই জিন্সে যুক্ত হয় এই ছোট পকেটটি, যা পরিচিত হয় 'ওয়াচ পকেট' নামে।
পকেট ঘড়ি সাধারণত কোমরের সাথে লটকে রাখা হতো। কিন্তু ঘোড়ায় চড়া কাউবয়দের জন্য ঘড়ি রাখা ছিল একটা চ্যালেঞ্জ—ঝাঁকুনিতে পড়ে যাওয়ার ঝুঁকি তো আছেই। এজন্যই জিন্সে যুক্ত হয় এই নিরাপদ, আঁটসাঁট ছোট পকেট—যাতে ঘড়িটি সুরক্ষিত থাকে।
আজ আর কেউ পকেট ঘড়ি ব্যবহার করে না। কিন্তু সেই ছোট পকেট এখনো জিন্সের অংশ হয়ে টিকে আছে। লেভিস বলছে, এখন এই পকেটে মানুষ রাখে কয়েন, ইউএসবি ড্রাইভ, লাইটার, এমনকি ছোট চাবিও। কাজের জিনিস রাখার এই খুদে জায়গাটি এখনও অনেকেরই দরকারি।
তাই যখনই আপনি জিন্সের সেই ছোট পকেটটায় কিছু রাখবেন, মনে রাখবেন—একসময় এখানেই থাকত কাউবয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ: তার পকেট ঘড়ি।