ভারতের ব্রাহ্মোস মিসাইল সংরক্ষণাগার ধ্বংসের দাবি পাকিস্তানের; কী এই ক্ষেপণাস্ত্র?

পাকিস্তানের 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'-এর আওতায় গত কয়েক ঘণ্টায় ভারত ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের বিয়াস অঞ্চলে 'ব্রাহ্মোস মিসাইলের সংরক্ষণাগার উড়িয়ে দেওয়া হয়েছে'।
ব্রাহ্মোস হলো দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যার সর্বোচ্চ পাল্লা ৮০০ কিলোমিটার। এটি সাবমেরিন, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সামরিক যান থেকে নিক্ষেপ করা যায়।
এই ক্ষেপণাস্ত্রটি যৌথভাবে তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং রাশিয়ার রকেট নির্মাতা প্রতিষ্ঠান এনপিও মাশিনোস্ত্রোইনিয়া।
'ব্রাহ্মোস' নামটি এসেছে ভারতের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কভা নদীর নাম থেকে।