ভারত-পাকিস্তান সংঘাত: ১৫ মে পর্যন্ত বন্ধ ভারতের ৩২ বিমানবন্দর

গত তিন দিন ধরে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে সাময়িকভাবে বেসামরিক বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা একাধিক 'নোটিস টু এয়ারমেন'-এ (নোটাম) জানানো হয়েছে, ১৫ মে সকাল ৫টা ২৯ মিনিট (ভারতীয় সময়) পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
প্রথমে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এবং কিছু গুরুত্বপূর্ণ বিমানবাহিনী ঘাঁটির কাছাকাছি থাকা প্রায় ২৫টি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা কার্যকর ছিল আজ শনিবার সকাল পর্যন্ত।
কিন্তু পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি কয়েকটি নতুন বিমানবন্দরকে তালিকায় যুক্ত করা হয়েছে।
এই ৩২টি বিমানবন্দরের বেশিরভাগই সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ঘাঁটির অংশ, যেখানে অল্পসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, দিল্লির উত্তর এবং রাজস্থান-গুজরাট অঞ্চলে বেসামরিক বিমান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এসব এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তবর্তী বেশ কিছু সংবেদনশীল বিমানবন্দর ও বিমানবাহিনীর ঘাঁটি রয়েছে।
শ্রীনগর, জম্মু, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, আম্বালা, লুধিয়ানা, যোধপুর, বিকানের, জয়সলমীর, উত্তারলাই, রাজকোট, ভূজ, জামনগর, ধর্মশালা, বাথিন্দা, পাতিয়ালা, পাঠানকোট, শিমলা, কিশনগড়, হিন্ডন, পোরবন্দর, মুন্দরা, কাণ্ডলাসহ আরও বিমানবন্দর এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে।
বেসামরিক বিমান চলাচলের এই সাময়িক নিষেধাজ্ঞা চলাকালীন দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বর্তমান বিমান চলাচল পরামর্শ অনুযায়ী বিমান সংস্থাগুলো ও অন্যান্য অপারেটরদের বিকল্প রুট পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানবন্দর সাময়িক বন্ধ থাকার কারণে প্রতিদিন ৪০০-র বেশি ফ্লাইট বাতিল হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিল্পসংশ্লিষ্ট সূত্র। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো একাই প্রতিদিন গড়ে ১৬৫টি ফ্লাইট বাতিল করছে।
এদিকে শনিবার সকালে পাকিস্তানও ঘোষণা করেছে, দেশটির আকাশসীমা বিকাল ৪টা পর্যন্ত সব ধরনের আকাশযানের জন্য বন্ধ রাখা হবে।
৮ মে রাতে পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, রূপনগর, ফাজিলকা, লুধিয়ানা, হোশিয়ারপুর, সাহিবজাদা অজিত সিং নগর সহ ভারতের পাঞ্জাবের বিভিন্ন জেলায় ব্ল্যাকআউট দেওয়া হয়।
শুক্রবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দাবি করে, পশ্চিম সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ৩০০-৪০০ ড্রোন পাঠিয়ে হামলা করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু ড্রোন ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে।