ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশি এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে বিএসএফ।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত খান এ তথ্য নিশ্চিত করে জানান, সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের বশিরহাট জেলার স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরিফুজ্জামান নীলফামারী জেলার বাসিন্দা এবং তিনি ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএনে সহকারি পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। তবে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তিনি পলাতক। এর আগে রংপুর আরএমপিতে সহকারি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)-বলেন, 'ভারতীয় পুলিশ আরিফুজ্জামানের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করেছে।'
তিনি আরও বলেন, 'কোন সীমান্ত দিয়ে ভারতে গিয়েছেন তিনি সে বিষয়ে আমরা কিছু জানতে পারিনি। তবে বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রংপুর তাজহাটা থানা, কোতোয়ালি থানায় হত্যা, চাঁদাবাজিসহ পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।'
প্রসঙ্গত, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় 'অসদাচরণ ও পলায়ন'- এর অপরাধে তাকে গত ১৪ আগস্ট চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।