সরাসরি আলোচনার প্রস্তাব ও মে মাসে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের জবাবের অপেক্ষায় রাশিয়া

ক্রেমলিন দাবি করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করার একাধিক প্রস্তাব দিলেও কিয়েভ এখনো সাড়া দেয়নি। এছাড়াও পুতিন আগামী মাসে তিন দিনের যেই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, তাতে ইউক্রেন যোগ দেবে কি না সেটিও স্পষ্ট নয়।
আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, 'প্রেসিডেন্ট পুতিন একাধিকবার বলেছেন, রাশিয়া কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু কিয়েভের কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।'
এর আগে গতকাল সোমবার পুতিন ইউক্রেনে ৮ মে থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের জন্য একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন।
আরও পড়ুন: ৮ মে থেকে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, 'মানবিক বিবেচনায়' এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি ৭ মে রাত ১২টা থেকে শুরু হয়ে ১১ মে রাত ১২টা পর্যন্ত চলবে, যাতে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী যথাযোগ্যভাবে পালন করা যায়।
তবে পুতিনের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে ইউক্রেন। দেশটি বলেছে, কেন ইউক্রেনের অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে মস্কো সাড়া দিচ্ছে না?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'আমরা প্যারেড নয়, মানুষের জীবনকে মূল্য দেই।'
পেসকভ বলেন, ইউক্রেন যুদ্ধবিরতিতে অংশ নেবে কি না, তা বোঝা খুব কঠিন।