ইউক্রেন যুদ্ধে জিতবে না: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, কয়েক বছর যুদ্ধ চললেও রাশিয়ার পতন ঘটবে, এমন ধারণা একেবারেই শিশুসুলভ।
সোমবার (২৮ এপ্রিল) কনজারভেটিভ সংগঠক চার্লি কার্কের পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, 'যদি এটি থামানো না যায়, তাহলে ইউক্রেন যুদ্ধে জিতবে না।'
তিনি বলেন, 'মূলধারার গণমাধ্যমে এমন একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে, যুদ্ধ আরও কয়েক বছর চললে রাশিয়া ভেঙে পড়বে, ইউক্রেন নিজেদের সব এলাকা ফিরে পাবে এবং যুদ্ধের আগের পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন।'
ভ্যান্স বলেন, 'এই যুদ্ধ যদি আরও কয়েক বছর চলে, তাহলে লাখ লাখ মানুষের প্রাণহানি হতে পারে এবং পরিস্থিতি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়ানোর ঝুঁকিও তৈরি হবে। তাই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।'
তিনি আরও বলেন, দুই পক্ষের সঙ্গে সমঝোতার চ্যালেঞ্জ সত্ত্বেও মার্কিন মধ্যস্ততাকারীরা 'অগ্রগতি অর্জন করছেন'।
ভ্যান্স বলেন, 'কখনো কখনো ইউক্রেনের ওপর খুব হতাশা আসে, কখনো আবার রাশিয়ার ওপর। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিই। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের তা করতে দেন না।'
ভ্যান্সের মন্তব্য এমন এক সময় এল, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদ্যাপনের অংশ হিসেবে রুশ সেনারা ৮ মে থেকে তিন দিনের যুদ্ধবিরতি পালন করবে। এর জবাবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে 'কৌশলগত চালাকির' অভিযোগ এনে অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানান।
রাশিয়ার দাবি, গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ৩০ দিনের 'জ্বালানি যুদ্ধবিরতি' এবং ইস্টার উপলক্ষ্যে হওয়া ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির উভয়ই ইউক্রেন ভঙ্গ করেছে, যদিও তারা সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
পুতিন বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে সেনা-সমাবেশ বন্ধ করতে হবে এবং পশ্চিমাদের কিয়েভে অস্ত্র সরবরাহ থামাতে হবে।