জিম্মিদের মুক্তি ও গাজায় ৫ বছরের যুদ্ধবিরতি চুক্তির জন্য আগ্রহী হামাস: কর্মকর্তা

হামাসের এক কর্মকর্তা আজ শনিবার বলেছেন, তারা গাজা সংঘাতের অবসানের জন্য একটি চুক্তি করতে আগ্রহী। আর এ চুক্তির আওতায় হামাস অবশিষ্ট জিম্মিদের একসঙ্গে মুক্তি দেবে এবং আগামী পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতি চলবে।
নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, 'হামাস সব বন্দীকে একবারেই বিনিময় করতে এবং পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।'
মিশরের কায়রোতে আজ মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে। বৈঠকের আগে তিনি এ কথা জানালেন।
গত ১৭ই এপ্রিল হামাস একটি ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রস্তাবটি ছিল ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি। হামাসের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হলো- গোষ্ঠীটি 'আংশিক' কোনো চুক্তিতে আগ্রহী নয়।
হামাস ধারাবাহিকভাবে দাবি করে এমন এক যুদ্ধবিরতি চুক্তির কথা বলে আসছে, যার মাধ্যমে সংঘাতের অবসান হবে, গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহার হবে, বন্দী বিনিময় এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে তাৎক্ষণিকভাবে ও পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত হবে।
অন্যদিকে ইসরায়েল তাদের পক্ষ থেকে সব জিম্মিকে ফেরত এবং হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ছিল। এ সময়ে হামাস ৩৩ জন জিম্মিকে ইসরায়েলে ফেরত আনা হয়। তাদের মধ্যে আটজন মৃত ছিল। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা এক হাজার ৮০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ ইসরায়েল পুনরায় হামলা শুরুর পর এ পর্যন্ত ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর যুদ্ধ শুরুর পর থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ হাজার ৪৩৯ জন ফিলিস্তিনি।