ট্রাম্পের নির্বাহী আদেশ: ট্রাকচালকদের অবশ্যই ইংরেজি বলতে হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাকচালকদের জন্য ইংরেজি ভাষাজ্ঞান ও সাক্ষরতার পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছেন।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প।
লেভিট বলেন, 'ট্রাকচালকদের ইংরেজি ভাষাজ্ঞান সংক্রান্ত একটি বড় সমস্যা রয়েছে। তাই পরিবহন বিভাগকে ইংরেজি ভাষাজ্ঞান পরীক্ষাকে বাধ্যতামূলক করতে নির্দেশ দেওয়া হচ্ছে।'
তিনি জানান, সোমবার বিকেলের শেষ দিকে ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করবেন।
লেভিট আরও বলেন, 'ট্রাকচালকদের সঙ্গে ফেডারেল ও স্থানীয় কর্মকর্তাদের মধ্যে যোগাযোগজনিত অনেক সমস্যা হয়। এটা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের ট্রাকচালকরা যেন সবাই ইংরেজি বলতে পারেন। এটি সাধারণ বোধের বিষয়।'

হোয়াইট হাউসের এক কর্মকর্তার ভাষ্যমতে, এই আদেশে পরিবহনমন্ত্রী শন ডাফিকে 'ইংরেজি দক্ষতার আইনকে শিথিল করে দেওয়া পুরনো নির্দেশনা বাতিল' করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রাকচালকদের কর্মপরিবেশ উন্নত করতে প্রশাসনিক, নিয়ন্ত্রণ ও প্রয়োগযোগ্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, ট্রাফিক চিহ্ন বোঝা, ট্রাফিক সেফটি অফিসার, সীমান্ত রক্ষী, কৃষি চেকপয়েন্ট বা কার্গো ওজন সীমার স্টেশন কর্মীদের সঙ্গে যোগাযোগ করা এবং দিকনির্দেশনা আদান-প্রদান করার জন্য ইংরেজি জানা পেশাদার চালকদের জন্য একটি অনুলঙ্ঘনীয় নিরাপত্তা শর্ত হওয়া উচিত।'
যেসব চালক ইংরেজিতে পারদর্শিতার প্রমাণ দিতে পারবেন না, তাদের সড়কে গাড়ি চালাতে দেয়া হবেনা বলে জানিয়েছে হোয়াইট হাউস। এতে করে সড়কে নিরাপত্তা বাড়বে বলেও মনে করছে প্রশাসন।
ফক্স নিউজের উপস্থাপক উইল কেইন চলতি এপ্রিলের শুরুতে 'দ্য উইল কেইন শো'তে দাবি করেন, সম্প্রতি বিদেশি বংশোদ্ভূত ট্রাকচালকের সংখ্যা বেড়েছে।
তার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ট্রাকচালকদের জন্য ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা কার্যকর না করার সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালে বাইডেন-হ্যারিস প্রশাসন উদ্বাস্তুদের জন্য ট্রাকচালক প্রশিক্ষণ কর্মসূচি বাড়ায়, যার ফলে যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত চালকের সংখ্যা আরও বাড়ে।
এর আগে, প্রথম মেয়াদে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় ট্রাকচালকদের 'জাতির রসদ পরিবহনকারী সৈনিক' হিসেবে আখ্যা দিয়ে প্রশংসা করেছিলেন ট্রাম্প।
তিনি তখন বলেছিলেন, 'আমেরিকান ট্রাকচালকরা হচ্ছে সেই সেনা, যারা আমাদের বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা অসাধারণ কাজ করেছে। কোনো সমস্যা হয়নি। সবকিছু খুব ভালোভাবে হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে, আমাদের ট্রাকচালকরা আছেন।'
এটি ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর ইংরেজি ভাষা নিয়ে তার দ্বিতীয় নির্বাহী আদেশ। এর আগে মার্চ মাসে তিনি আরেকটি নির্বাহী আদেশে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করেন।