পুতিনের সঙ্গে ট্রাম্পের দূত উইটকফের চতুর্থবার সাক্ষাৎ, অগ্রগতির কথা জানাল ক্রেমলিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আজ শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিন ঘণ্টাব্যাপী বৈঠকে তারা ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।
বৈঠকের পর ক্রেমলিন জানায়, দুই পক্ষের অবস্থান এখন আরও কাছাকাছি পৌঁছেছে।
বৈঠকে উপস্থিত ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকোভ বৈঠকটিকে গঠনমূলক ও কার্যকরী বলে বর্ণনা করেন।
তিনি সাংবাদিকদের বলেন, এই আলোচনা কেবল ইউক্রেন ইস্যুই নয়, আরও কিছু আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে আরও কাছাকাছি অবস্থানে আসার সুযোগ তৈরি করেছে।
মূলত বৈঠকে ইউক্রেন ইস্যুতে আবারও রুশ ফেডারেশন ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে তারা কথা বলেছেন।
তবে উইটকফ বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি।