যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।
আজ রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচন ভবনে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বৈঠক করে নির্বাচন কমিশন। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।
ইসি সানাউল্লাহ বলেছেন, যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।
নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন বিষয়কে কমিশন বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করেন ইসি সানাউল্লাহ। বলেন, এখন থেকে মাঠপর্যায় যৌথবাহিনীর অভিযান চালু হবে। তারা অবৈধ অস্ত্র উদ্ধার আটক শুরু হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানান ইসি সানাউল্লাহ।
তিন বাহিনী প্রধানের সাথে আলোচনায় তারা সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন বলেও উল্লেখ করেন ইসি সানাউল্লাহ।
তিনি বলেন, এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবে, যার এক-তৃতীয়াংশ ইতোমধ্যে মাঠে মোতায়েন হয়েছে। বাকি দুই-তৃতীয়াংশ এখন থেকে ধীরে ধীরে মোতায়েন হয়ে যাবে।
তিন বাহিনীর প্রধান এও আশ্বস্ত করেছেন যে তাদের বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে এবং তারা একটা ভালো নির্বাচন করার জন্য বদ্ধপরিকর।
