পুতিন-উইটকফ বৈঠকের আগে মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

রাশিয়ার বালাশিখা শহরে এক গাড়িবোমা হামলায় দেশটির এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ফক্সভাগেন গল্ফ মডেলের একটি গাড়িতে বিস্ফোরণে জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন। তিনি রুশ সশস্ত্র বাহিনীর মেইন অপারেশনস ডিরেক্টরেট অব জেনারেল স্টাফ-এর উপপ্রধান ছিলেন।
এ বিস্ফোরণের খবর পাওয়া গেল এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কোয় অবস্থান করছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, শুক্রবার বিকেলে ক্রেমলিনে পুতিন উইটকফকে স্বাগত জানান। এ সময় মার্কিন দূত রাশিয়ার জ্যেষ্ঠ আলোচক কিরিল দিমিত্রিভের সঙ্গেও সাক্ষাৎ করেন।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি উইটকফের চতুর্থ সফর এবং চলতি মাসে দ্বিতীয় সফর।
রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়।
বালাশিখা মস্কো শহর থেকে ২০ মাইলেরও কম দূরে পূর্ব দিকে অবস্থিত।
'ঘরে তৈরি' বিস্ফোরক ডিভাইস
ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, বালাশিখায় বিস্ফোরণের ঘটনায় এটি একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।
তারা আরও জানায়, ফরেনসিক বিশেষজ্ঞ ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি তদন্তকারী দল ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে।
জরুরি পরিষেবা সংস্থার বরাতে তাস জানিয়েছে, শহরের একটি গাড়িতে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিভাইসটি ছিল 'ঘরে তৈরি'।
শুক্রবারের এ বিস্ফোরণের ঘটনাটি মস্কোর বাণিজ্যিক এলাকায় একটি ভূগর্ভস্থ গাড়ি পার্কে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দুই দিন পর ঘটল।