শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন করবে ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে সমর্থন দেবে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।
২০২৫ সালের পুরস্কারের বিজয়ীর ঘোষণা হবে গ্রিনিচ মান সময় সকাল ৯টায়। তবে পুরস্কারটির অভিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের বিজয় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
রাশিয়া বারবার ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার প্রকাশিত বক্তব্যে বলেছেন, যদি ট্রাম্প যুদ্ধবিরতি আনার ক্ষেত্রে সফল হন, তবে কিয়েভ তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবে।