২৫ এপ্রিল চাঁদের সঙ্গে মিলে শুক্র ও শনি গ্রহ আকাশে তৈরি করবে বিরল ‘হাসিমুখ’

২৫ এপ্রিল ভোরে পৃথিবীর আকাশে ঘটতে চলেছে এক বিরল 'ট্রিপল কনজাংকশন' [ত্রিসংযোগ]। সূর্যোদয়ের আগে দিগন্তের কাছাকাছি শুক্র, শনি ও অর্ধচন্দ্র একসঙ্গে মিলে আকাশে একটি 'হাসিমুখ'-এর মতো আকৃতি তৈরি করবে।
লাইভসায়েন্স-এর প্রতিবেদন অনুযায়ী, ২৫ এপ্রিল ভোররাতে নাসার মহাকাশ পর্যবেক্ষকদের পূর্বাভাসে বলা হয়েছে—শুক্র, শনি ও বাঁকা চাঁদ সূর্যোদয়ের আগের আকাশে কাছাকাছি অবস্থানে দেখা যাবে। তারা একত্রে একটি ত্রিভুজাকৃতি রূপ ধারণ করবে, যা অনেকটা একটি 'হাসিমুখের' মতো দেখাবে।
নাসার মতে, সূর্যোদয়ের ঠিক আগে পূর্ব দিগন্তের কাছে এটি দেখা যেতে পারে।
উভয় গ্রহই উজ্জ্বল এবং খালি চোখে সহজেই দেখা যায়।
নাসার তথ্য অনুযায়ী, যাদের দৃষ্টিসীমা স্পষ্ট, তারা দিগন্তের কাছাকাছি চকচকে তিনটি গ্রহের নিচে বুধ গ্রহকেও দেখতে পারেন।
তবে বড় গ্রহগুলোর তুলনায় বুধ খুব নিচুতে অবস্থান করবে। ফলে এটি সব স্থান থেকে দৃশ্যমান নাও হতে পারে।
ট্রিপল কনজাংকশন কি?
জ্যোতির্বিজ্ঞানের ভাষায় কনজাংকশন মানে হলো, দুই বা ততোধিক মহাজাগতিক বস্তুকে আকাশে খুব কাছাকাছি অবস্থানে দেখতে পাওয়া। যখন তিনটি বস্তুর একত্রে সংযোগ ঘটে, তখন সেটি হয় ট্রিপল কনজাংকশন।
স্থানীয় ক্যানসাস টিভি স্টেশন কেএসএনটি-কে নাসা সোলার সিস্টেম অ্যাম্বাসেডর ব্রেন্ডা কালবার্টসন বলেছেন, 'ভেনাস পূর্ব দিগন্ত থেকে আরও ওপরে, স্যাটার্ন নিচে, এবং একটি চিকন অর্ধচন্দ্রাকৃতি চাঁদ কিছুটা নিচে এবং একটু উত্তর দিকে রয়েছে।'
তিনি বলেন, 'পাতলা, অর্ধচন্দ্রাকৃতির চাঁদ হাসির মতো দেখাচ্ছে। কিছু মানুষের চোখে উজ্জ্বল বস্তুগুলোর ত্রিভুজটি একটি হাস্যোজ্জ্বল মুখের মতো মনে হতে পারে।'
তবে, এই দৃশ্য দেখার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে এবং এটি দেখার সময়সীমা বেশ সংক্ষিপ্ত হবে।
কালবার্টসন বলেছেন, শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পূর্ব আকাশে এই 'হাসিমুখ' দেখা যাবে এবং সূর্যোদয় ঘটবে প্রায় এক ঘণ্টা পর।
তিনি আরও বলেন, 'এই দৃশ্য দেখতে হলে পূর্ব আকাশ পরিষ্কারভাবে দেখার সুযোগ থাকতে হবে।'
ট্রিপল কনজাংকশনের কয়েকদিন আগেই আকাশে 'লিরিডস উল্কাবৃষ্টি' দেখা যাবে। ২১ থেকে ২২ এপ্রিল স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত এই উল্কাবৃষ্টি চলবে।
নাসার মতে, আকাশ অন্ধকার থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ১৫টি উল্কা দেখা যেতে পারে।