মন দিয়ে মানুষের কথা শুনে নিজের জন্য প্রাসঙ্গিক তথ্য আলাদা করতে পারে কুকুর: গবেষণা

নতুন এক গবেষণায় দেখা গেছে, কুকুরেরা মানুষের কথা 'শোনার' সক্ষমতা রাখে। গবেষণায় জানা গেছে, কুকুরের মস্তিষ্কে এমন ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তারা মানুষের কথা শোনার সময় নিজেদের জন্য প্রাসঙ্গিক তথ্য আলাদা করে নিতে পারে। খবর বিবিসি'র।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘ কথোপকথনের মধ্যে যদি কুকুরের নামের মতো কিছু নির্দিষ্ট শব্দ থাকে, এবং মানুষ যদি সরাসরি তাদের সঙ্গে কথা না-ও বলে, তাহলেও কুকুর সেই গুরুত্বপূর্ণ শব্দগুলো চিনেতে পারে।
গবেষণার প্রধান লেখক ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ডেভিড রেবি বলেন, এটি মানুষ কুকুরকে পোষ মানানোর ফল হতে পারে। তবে নেকড়ে ও অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও এমন ধরনের ক্ষমতা রয়েছে কি না, তা জানার জন্য আরও গবেষণা করা প্রয়োজন।
'আমাদের গবেষণায় দেখা গেছে, কুকুরেরা একঘেয়ে ও গুরুত্বহীন কথার মধ্য থেকেও নিজের জন্য গুরুত্বপূর্ণ শব্দ খুঁজে বের করতে ও চিনতে পারে। এমনকি যখন আমরা তাদের মনোযোগ আকর্ষণের জন্য যে স্বরের ভিন্নতা ব্যবহার করি, সেটা না থাকলেও।'
গবেষণায় অংশ নেওয়া লিংকন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক ড. হলি রুট-গুতেরিজ বলেন, 'এই ফলাফল দেখায়, কুকুরেরা আমাদের কথা কত ভালোভাবে শোনে এবং আমরা যা বলি, তার কতটা তারা বোঝে।'
তিনি আরও বলেন, কুকুরেরা বুঝতে পারে যে মানুষ তাদের নাম ধরে ডাকছে মনোযোগ পাওয়ার জন্য। যদিও প্রায় সব সময়ই এটি হয় আদুরে স্বরে, যাকে আমরা 'বেবি টক' বলি।
ড. রুট-গুতেরিজ জানান, গবেষকেরা জানতে চেয়েছিলেন কুকুরেরা শুধু আনন্দের স্বরেই সাড়া দেয় কি না, নাকি তারা একঘেয়ে স্বরে বলা একটি বাক্যের ভেতরেও নিজের নাম চিনে নিতে পারে।
গবেষণায় বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি কুকুর যেমন, ডাকশুন্ড ও সেন্ট বার্নার্ড অংশ নিয়েছিল।
গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে তারা পরীক্ষা করে দেখবেন ঠিক কোন বয়স থেকে কুকুর ছানাগুলো মানুষের কথাবার্তায় সাড়া দিতে শুরু করে।