ঋণ আদায়ে এস আলমের সঙ্গে সংযুক্ত ইউনিটেক্স কম্পোজিট মিলস নিলামে তুলছে ইসলামী ব্যাংক

পিএলসি বিতর্কিত এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিটেক্স কম্পোজিট মিলস লিমিটেডের কারখানা ও অন্যান্য স্থাপনা নিলামে তুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
সুদ ও অন্যান্য চার্জসহ প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রায় ৪৯০ কোটি ৫ লাখ টাকা বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে ব্যাংকটি।
ব্যাংকের চট্টগ্রামের ওআর নিজাম রোড শাখা থেকে ১৭ এপ্রিল জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী ক্রেতাদের আগামী ১২ মে দুপুর ২টার মধ্যে দরপত্র জমা দিতে হবে।
ইউনিটেক্স কম্পোজিট মিলসের পক্ষে এ ঋণ অনুমোদন করা হয়েছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ ঋণের প্রতিনিধিত্ব করেন। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের জামাতা।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরীর বন্ধক রাখা ১৩ দশমিক ২৩ একর জমি নিলামের আওতায় আনা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল বাঁশবাড়িয়া মৌজায় অবস্থিত এ জমিটি সমতল ও পাহাড়ি ভূপ্রকৃতির সমন্বয়ে গঠিত।
জমিতে বিদ্যমান এবং ভবিষ্যতে নির্মিত সব ধরনের স্থাপনাই নিলামে অন্তর্ভুক্ত থাকবে।
নিলামে তালিকাভুক্ত তিনটি সম্পদের মধ্যে রয়েছে একটি পুরোপুরি উন্নয়নকৃত ১০ দশমিক ৮৯ একর জমি, একটি ৭৩ শতক আয়তনের প্লট এবং ১৬০ দশমিক ৭৫ শতক আয়তনের আরও একটি জমি।
একই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা ২০ এপ্রিল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ধকি সম্পত্তি নিলামের ঘোষণা দেয়।
প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রায় ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ টাকার বকেয়া আদায়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।