রাজধানীতে বাসে নারী যাত্রীকে লাঞ্ছনা, অভিযুক্ত হেলপার গ্রেপ্তার
 
রাজধানীতে বাসে নারী যাত্রীকের লাঞ্ছিত করার ঘটনায় হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম নিজামউদ্দিন।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি রমজান পরিবহনের চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আজ শুক্রবার (৩১ অক্টোবর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নিজামউদ্দিনকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লাঞ্ছনার ঘটনায় মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ অভিযুক্ত নিজামউদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
ঘটনাটি গত বুধবারের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার তৈরি হয়।
ভিডিওটিতে দেখা যায়, হেলপার ও নারী যাত্রীর সাথে কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে হেলপার পা থেকে জুতা খুলে ওই যাত্রীকে আঘাত করেন। পরে ওই যাত্রীও জুতা খুলে হেলপারকে আঘাত করেন। এ সময় দুজনের মধ্যে ধাক্কাধাক্কিও হয়।

 
             
 
 
 
 
