ফিলিস্তিনিদের রাফাহ ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

ফিলিস্তিনিদের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ ও এর আশপাশের এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবারের (৩১ মার্চ) এ নির্দেশনা শহরটিতে নতুন করে বড় ধরনের স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিচ্ছে।
চলতি মাসের শুরুতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করে ফিলিস্তিনে ফের বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। হামাসকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত সংশোধনে রাজি করানো জন্য মার্চের শুরুতেই ইসরায়েল গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনির খাদ্য, জ্বালানি, ওষুধ ও মানবিক সহায়তা বন্ধ করে দেয়।
এদিকে, রমজান শেষে ঈদের সময় জারি করা এই নির্দেশনায় ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের উপকূলবর্তী মুওয়াসি এলাকায় চলে যেতে বলেছে—যেখানে ইতোমধ্যে অগণিত তাঁবুতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন হাজারো মানুষ।
এর আগে, গেল বছর মে'তে রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছিল ইসরায়েল। এতে সীমান্তবর্তী ওই শহরের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। কায়রো সীমান্তবর্তী কৌশলগত করিডোর ও মিশরের সঙ্গে সংযুক্ত রাফাহ ক্রসিং দখলে নেয় ইসরায়েলি সেনাবাহিনী। এই ক্রসিং ছিল মূলত বাইরের দুনিয়ার সঙ্গে গাজার সংযুক্ত হওয়ার একমাত্র রুট—যা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল না।
যুক্তরাষ্ট্রের চাপের মুখে জানুয়ারিতে হামাসের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই করিডোর থেকে সরে যাওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে পরে তারা অস্ত্র চোরাচালান রোধের ইস্যুর কথা উল্লেখ করে সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানায়।