রিয়াদে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা কবে হবে, জানালেন পুতিনের সহকারী

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে নতুন দফা আলোচনা সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী (এইড) ইউরি উশাকভ।
রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সিনেটর গ্রিগরি কারাসিন ও রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) পরিচালক আলেকজান্ডার বোর্টনিকভের সহকারী সের্গেই বেসেদা।
বৃহস্পতিবার (২০ মার্চ) উশাকভ এ তথ্য জানান। 'তারা অত্যন্ত অভিজ্ঞ আলোচক এবং আন্তর্জাতিক বিষয়ে পারদর্শী,' বলেন তিনি।
তিনি আরও জানান, সৌদি আরবে আলোচনায় অংশ নিতে মার্কিন বিশেষজ্ঞদের একটি দলও প্রস্তুত করা হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানান, তিনি উশাকভের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা 'একমত হয়েছেন যে, দুই দেশের টেকনিক্যাল দল আগামী দিনে রিয়াদে বৈঠক করবে।'
পুতিনের এইড নিশ্চিত করেছেন, 'এ ধরনের আলোচনা হয়েছে।'
উশাকভ জানান, রিয়াদের এই বৈঠকে মূলত 'কৃষ্ণ সাগরে নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণের সম্ভাব্য উদ্যোগ' নিয়ে আলোচনা হবে।
মঙ্গলবার পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপে অন্যান্য বিষয়ের পাশাপাশি 'কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি' চালুর মার্কিন প্রস্তাব নিয়েও আলোচনা হয়। পুতিন এ উদ্যোগকে সমর্থন করেন এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে দুই নেতা সম্মত হন।
'আমরা আশা করি, সোমবারের বৈঠক ফলপ্রসূ হবে,' বলেন উশাকভ।
তিনি আরও জানান, ওয়াল্টজের সঙ্গে তার 'নিয়মিত' ফোনালাপ হয় এবং এ ধরনের যোগাযোগ 'উভয় পক্ষের জন্যই উপকারী'।
সিনেটর গ্রিগরি কারাসিন বর্তমানে রাশিয়ার ফেডারেল কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি। ৭৫ বছর বয়সি এই কূটনীতিক এর আগে দু'বার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যে রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন।
বোর্টনিকভের সহকারী হওয়ার আগে কর্নেল-জেনারেল সের্গেই বেসেদা এফএসবির অপারেশনাল ডেটা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ছিলেন।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওয়াশিংটন আগামী সোমবার সৌদি আরবে কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে একটি পৃথক বৈঠক করবে। তিনি জানান, রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে বা সমান্তরালভাবে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।