১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান

বাংলাদেশে জন্ম নেওয়া ও সিঙ্গাপুরে বসবাসরত সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ফোর্বস-এর তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী ব্যক্তি হিসেবে অবস্থান করে নিয়েছেন। বর্তমানে তার নিট সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১১০ কোটি ডলার। ২০২৪ সালের তালিকায় তিনি ছিলেন ৪১তম স্থানে।
সামিট গ্রুপের ব্যবসা বাংলাদেশের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স ও রিয়েল এস্টেট খাতে বিস্তৃত। ২০১৯ সালে মুহাম্মদ আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করে দেন।
আজিজ খানের নাম প্রথমবার ফোর্বস সিঙ্গাপুরের তালিকায় উঠে আসে ২০১৮ সালে, তখন তার সম্পদ ছিল ৯১ কোটি ডলার। ২০১৯ সালে কিছুটা কমে গেলেও পরে ধীরে ধীরে তা বাড়তে থাকে—২০২০ সালে ৯৫ কোটি ৫০ লাখ ডলার, ২০২১ সালে ৯৯ কোটি ডলার, ২০২২ সালে ১০০ কোটি ডলার এবং ২০২৩ সালে ১১২ কোটি ডলার। তবে চলতি বছর তা কিছুটা কমে দাঁড়িয়েছে ১১০ কোটি ডলারে।