রাশিয়ার কুর্স্কে ঘেরাও হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা

গত বছরের গ্রীষ্মে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ঢুকে লড়াই শুরু করা হাজার হাজার ইউক্রেনীয় সেনাদের বর্তমানে প্রায় ঘেরাও করে ফেলেছে রুশ বাহিনী। যুদ্ধে এই ধরনের পরিস্থিতি মানেই বিপর্যয়ের বার্তা।
কিয়েভ কুর্স্কের কিছু এলাকা দখলে রেখে রাশিয়ার সাথে শান্তি আলোচনার সময় দর কষাকষিতে কাজে লাগাতে চেয়েছিল, এর ফলে সেই আশাও ভেস্তে যেতে চলেছে।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, গত তিনদিনে কুর্স্কের পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষক যেসব সংস্থা অনলাইনে বা ওপেন সোর্সে যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে মানচিত্র প্রকাশ করে, তাদের প্রকাশিত সেসব মানচিত্রে দেখা যাছে, রুশ বাহিনী তাদের পাল্টা আক্রমণের মাধ্যমে দ্রুত অনেক এলাকা দখলমুক্ত করেছে কুর্স্কে। এমনকী তাঁরা ইউক্রেনীয় বাহিনীকে দুই ভাগে বিভক্ত করার কাছাকাছি রয়েছে। অর্থাৎ, চারপাশে ঘিরে ফেলার পাশাপাশি মাঝখান দিয়েও অগ্রসর হয়েছে তারা। এতে করে, মূল ইউক্রেনীয় বাহিনী তাদের প্রধান রসদ সরবরাহের ইউনিট থেকে আলাদা হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রকে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ করার পরেই এমন বিপর্যয়ের মধ্যে পড়লো জেলেনস্কির সেনারা। এই অবস্থায়, ইউক্রেনীয় সেনাদের হয়তো অনেক কষ্টে পিছু হটে ইউক্রেনে ফিরতে হবে, যা জেলেনস্কির জন্য আরও বড় রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে। তবে এটা সম্ভব না হলে, হয় তারা নিহত হবে, নয়তো রুশ বাহিনীর হাতে বন্দি হবে।
মস্কোর সাথে শান্তিচুক্তির জন্য ওয়াশিংটন যখন কিয়েভের ওপর প্রচণ্ড চাপ দিচ্ছে— তার মধ্যেই যুদ্ধের ময়দানে এমন বিপাকে পড়লো ইউক্রেন। রুশ বাহিনী ইউক্রেনের ভেতরেও অনেক স্থানে সামনে অগ্রসর হচ্ছে বলে খবর আসছে। তবে কিছু এলাকায় এখনও শক্ত প্রতিরোধ লড়াই করছে ইউক্রেনীয়রা।
কুর্স্কের সবশেষ পরিস্থিতির বিষয়ে ফিনল্যান্ড-ভিত্তিক সংস্থা ব্ল্যাক বার্ড গ্রুপের সামরিক বিশ্লেষক পাসি প্যারোইনেন বলেন, '(ইউক্রেনের জন্য কুর্স্ক) পরিস্থিতি খুবই খারাপ।
বিশেষ কিছু আর বাকি নেই, ইউক্রেনীয় সেনাদের হয় পুরোপুরি ঘেরাওয়ের মধ্যে পড়তে হবে, নাহলে পিছু হটতে হবে। পিছু হটাও হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখানে পায়ে পায়ে থাকবে প্রাণসংশয়, রাশিয়ার ড্রোন ও কামান সবসময় তাদের ওপর আক্রমণ করতে থাকবে।"
রয়টার্সকে তিনি আরও বলেন, "খুব জলদি ইউক্রেনীয় সেনারা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে— তাদের অবস্থান একটি ফাঁদে পরিণত হবে, এবং খুব শিগগিরই ছোট্ট একটি অঞ্চলে আটকা পড়বে তারা।"