এআই নির্ভরতা বাড়ছে, চাকরি হারাতে পারেন এশিয়ার বৃহৎ এক ব্যাংকের ৪,০০০ কর্মী

সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাংক ডিবিএস ব্যাংক মনে করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানুষের কাজগুলো করা সম্ভব হওয়ায় আগামী তিন বছরে এটি চার হাজার কর্মী ছাঁটাই করবে। খবর বিবিসির।
ব্যাংকটির এক মুখপাত্র ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসিকে বলেন, জনবল এমনিতেই কমে যাবে। কারণ, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কাজের মেয়াদ অল্প কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে।
ব্যাংকটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পীযুশ গুপ্ত বলেছেন, স্থায়ী কর্মী যারা রয়েছেন, তারা এই ছাঁটাইয়ের মধ্যে পড়বেন না। বরং এআই সংশ্লিষ্ট নতুন আরও একহাজার পদ সৃষ্টি করা হবে বলে আশা করছেন তিনি।
তবে সিঙ্গাপুরে কোন কোন পদ কিংবা কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেনি ব্যাংকটি।
ব্যাংকটির বর্তমানে অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মীর সংখ্যা ৮ হাজার থেকে ৯ হাজার। ব্যাংকটির মোট কর্মী সংখ্যা প্রায় ৪১ হাজার।
গত বছর পীযুশ গুপ্ত বলেছিলেন, দশ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি এআই নিয়ে কাজ করছে।
তিনি বলেন, 'বর্তমানে আমরা ৮০০টিরও বেশি এআই মডেল ৩৫০টি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছি এবং ২০২৫ সালে এগুলোর অর্থনৈতিক প্রভাব ১ বিলিয়ন সিঙ্গাপুর ডলার (৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা করছি।'
এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এর সুবিধা ও ঝুঁকি নিয়ে আলোচনার সৃষ্টি করেছে। গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএমফ) বলেছিল যে এটি বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে।