ফ্রান্সে নাগরিকত্ব পেতে অভিবাসীদের জন্য কঠিন ভাষা পরীক্ষা, পাশ করতে পারছেন না ফরাসিরাও

ফ্রান্সে বসবাসের অনুমতি পেতে অভিবাসীদের জন্য নতুন ভাষা পরীক্ষা চালু করা হয়েছে, যার কঠোর শর্ত নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছে। অভিযোগ রয়েছে, নতুন পরীক্ষার মান এতটাই উচ্চ যে, এমনকি ফরাসি নাগরিকদের অনেকেও এটি পাশ করতে পারবেন না।
২০২৪ সালের জানুয়ারিতে পাস হওয়া নতুন অভিবাসন আইনের আওতায় এই পরীক্ষা চালু করা হচ্ছে। এটি কার্যকর হলে প্রায় ৬০ হাজার অভিবাসী ফ্রান্সে থাকার অনুমতি হারাতে পারেন বলে একটি সরকারি মূল্যায়ন প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতি পরীক্ষার জন্য প্রায় ১০০ ইউরো ফি নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালে পাস হওয়া এই আইনটি কড়াকড়ি সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসীদের ফেরত পাঠানোর কঠোর নীতির অংশ। তবে সরকারের দাবি, এর মূল লক্ষ্য অভিবাসীদের সমাজে আরও ভালোভাবে অন্তর্ভুক্ত করা।
নতুন নিয়ম অনুযায়ী, ফ্রান্সে বসবাসের অনুমতি পেতে আবেদনকারীদের ১১ থেকে ১৫ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের সমমানের ফরাসি ভাষার দক্ষতা অর্জন করতে হবে। আর যারা দীর্ঘমেয়াদে থাকার অনুমতি বা নাগরিকত্ব চাইবেন, তাদের আরও উচ্চতর ভাষাগত দক্ষতা দেখাতে হবে।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্সইনফো এক পরীক্ষায় দেখিয়েছে, এই ভাষা পরীক্ষার মান এতটাই কঠিন যে, এমনকি স্থানীয় অনেক ফরাসি নাগরিকও তা পাশ করতে পারেননি। পরীক্ষায় অংশ নেওয়া ১০ জনের মধ্যে পাঁচজন লিখিত অংশে ব্যর্থ হয়েছেন, আর দুইজন এমনকি নাগরিকত্ব পাওয়ার ন্যূনতম মানদণ্ডেও পৌঁছাতে পারেননি।
এই বিষয়ে থট স্কুলের ফেলিক্স গুইয়ঁ বলেন, 'এটি অভিবাসীদের জন্য অনেক কঠিন শর্ত। যারা ফ্রান্সে থাকতে চান, তাদের জন্য এই পরীক্ষা সহজ হওয়া উচিত।'
নতুন আইনের ফলে প্রথম বছরে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষের ওপর এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এ নিয়ে বলেন, যদি কেউ দীর্ঘদিন ফ্রান্সে থেকে এখনও ফরাসি না শিখতে পারে, তবে বুঝতে হবে তারা চেষ্টা করেননি।
তবে অনেক অভিবাসীর অভিযোগ, কঠোর নিয়মের কারণে তারা সমস্যায় পড়বেন। পরিচ্ছন্নতাকর্মী মারিয়ানে, যিনি ফ্রান্সে এক দশকের বেশি সময় ধরে বাস করছেন, বলেন, 'আমার ফরাসি শেখার সময় নেই। আমি ফ্রান্সে পড়াশোনা করিনি, তাই পরীক্ষায় পাস করাও কঠিন হবে।'
এই আইন ঠিক কবে থেকে কার্যকর হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তবে ৬৫ বছরের বেশি বয়সী অবসরপ্রাপ্তদের এবং বার্ষিক দর্শনার্থী ভিসা নবায়নকারীদের জন্য এই নিয়ম শিথিল করা হতে পারে।