আবারও খেয়ে ফেলা হলো ৬ মিলিয়ন ডলারের সেই কলা!

ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের টেপ দিয়ে দেয়ালে আটকানো কলা শিল্পকর্মটি বেশ আলোচিত। ফ্রান্সের একটি জাদুঘরে প্রদর্শিত সেই কলা এবার এক দর্শনার্থী খেয়ে ফেলেছেন।
ঘটনাটি ঘটেছে গত ১২ জুলাই, পূর্ব ফ্রান্সের সেন্টার-পম্পিদু মেৎজ জাদুঘরে। আজ সোমবার এক বিবৃতিতে জাদুঘর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এই কলা শিল্পকর্ম ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম 'কমেডিয়ান'। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়।
২০১৯ সালে আর্ট বাসেল মায়ামি বিচ প্রদর্শনীতে 'কমেডিয়ান'-এর প্রথম প্রদর্শনী হয়। এরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন ক্যাটেলান ও এই শিল্পকর্ম।
মূল শিল্পকর্মটি মায়ামির একটি দোকান থেকে কেনা কলা দিয়ে তৈরি হয়েছিল। তবে শিল্পীর নির্দেশনা অনুযায়ী এটি প্রতিস্থাপনযোগ্য।
সেন্টার-পম্পিদু মেৎজ জাদুঘর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, এক দর্শনার্থী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে কয়েক মিনিটের মধ্যেই সেখানে অন্য একটি কলা এনে টেপ দিয়ে আটকে দেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই কলা যেহেতু পচনশীল, তাই শিল্পী ক্যাটেলানের নির্দেশে এটা নিয়মিত পরিবর্তন করা হয়।
শিল্পী ক্যাটেলান এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। ক্যাটেলানের মতে, শুধু কলাটিকে পুরো শিল্পকর্ম ধরে নেওয়া ঠিক নয়; বরং এর সঙ্গে থাকা টেপ ও খোসাও শিল্পের অংশ।
জাদুঘর এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ জানায়নি।
এর আগে ২০১৯ সালে মায়ামিতে এই কলা খেয়ে ফেলেছিলেন পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড দাতুনা। এরপর ২০২৩ সালে সিউলে এক শিক্ষার্থী এবং ২০২৪ সালে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান নিলামে ৬.২ মিলিয়ন ডলারে কলাটি কিনে খেয়ে ফেলেন।