জাল কাগজপত্র নিয়ে ভ্রমণ করা পাকিস্তানিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে থাইল্যান্ড

জাল কাগজপত্র নিয়ে ভ্রমণ করা পাকিস্তানিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
করাচিতে অবস্থিত থাই কনস্যুলেট নতুন নির্দেশনায় জানিয়েছে, ই-ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই আসল ও যাচাইযোগ্য নথিপত্র জমা দিতে হবে, যার মধ্যে মূল এয়ারলাইন টিকিট ও হোটেল বুকিং অন্তর্ভুক্ত থাকবে।
কনস্যুলেট জানিয়েছে, যারা জাল নথি দাখিল করবে বা এমন কাজে যুক্ত থাকবে, বিশেষ করে ভ্রমণ এজেন্টরা, তাদের কালো তালিকাভুক্ত করা হবে এবং অন্যান্য শাস্তির মুখোমুখি হতে হবে।
গত অক্টোবরে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে জাল ভিসা ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) দল গ্রেপ্তার করে। এর পরপরই এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানাল থাইল্যান্ড।
কর্তৃপক্ষ এ জাতীয় লঙ্ঘন রোধে আইনি পদ্ধতি মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।