যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ভয়াবহ টর্নেডো, মৃত অন্তত ২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে মিসিসিপি ও আলাবামায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে টর্নেডো ও শক্তিশালী বজ্রঝড় আঘাত হানে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য দুটিতে। খবর বিবিসির।
মার্কিন প্রশাসন জানিয়েছে, টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে শহর। এতে প্রচুর মানুষ আহত হয়েছেন। আশ্রয়হীন হয়েছেন একশোরও বেশি লোক।
আহত ও নিখোঁজদের উদ্ধারে বর্তমানে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং মিসিসিপি রাজ্য সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।
মার্কিন আবহাওয়া দপ্তরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে পড়েছে। ঝড়ের কারণে পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। শহরের বহু বাড়িঘর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে শহরের বেশকিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।
মিসিসিপির গর্ভনর টেট রিভস সমাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, গত রাতের মারাত্মক টর্নেডোতে অনেকে নিহত ও আহত হয়েছেন। উদ্ধারকারী দল এখনও কাজ করে যাচ্ছে।